সংক্ষিপ্ত

  • সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল তার করোনা আক্রান্ত হওয়ার খবর
  • উদ্বেগ ছড়ানোর পাশাপাশি অনেকেই তার দ্রুত সুস্থতাও কামনা করছিলেন
  • তবে সেই খবর সম্পূর্ণ ভুঁয়ো বলে উড়িয়ে দিলেন ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান লারা
  • একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় এমন গুজব ছড়ানোর জন্য ক্ষোভও উগরে দেন তিনি
     

করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন ওয়েস্টে ইন্ডিজের প্রাক্তন কিংবদন্তী ব্যাটসম্যান ব্রায়ান লারা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই খবর।  লারার করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বেড়েছিল গোটা ক্রিকেট বিশ্বে। সকলেই লরার দ্রুত সুস্থতাও কামনা করছিলেন। বিশ্ব মহামারী যে ভাবে নিজের প্রভাব বিস্তার করছে তাতে অনেকেই বিশ্বাসও করতে পারেননি এই খবরটি গুজব। অথবা এমন একটি সংবেদনশীল বিষয় নিয়ে কেউ গুজব ছড়াতে পারে। 

আরও পড়ুনঃচাপের কাছে নতি স্বীকার, আইপিল স্পনসর ভিভোর সঙ্গে চুক্তি বিচ্ছেদ করল বিসিসিআই

এই গুজব নিয়ে বেজায় চটে যান ক্রিকেটের রাজপুত্র। অবশেষে নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান, তার করোনা আক্রান্ত হওয়ার খবর সম্পূর্ণ ভুঁয়ো। সোশ্যাল মিডিয়ায় লারা জানান, 'সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে ছড়ানো যাবতীয় গুজব আমার চোখে পড়েছে। আমি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি বলে গুজব ছড়িয়েছিল অনেকে। তবে এ তথ্য সঠিক নয়। এটি সবাইকে জানানোটা প্রয়োজন মনে করছি। করোনার কারণে সবাই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তাই এ ধরনের গুজব তাদের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে।'তিনি আরো লিখেছেন, 'এ ধরণের গুজব আমাকে ক্ষতিগ্রস্ত করেছে। এ ধরনের মিথ্যা সংবাদ আমার বন্ধু-বান্ধব ও কাছের লোকজনের মধ্যে অহেতুক আতঙ্ক সৃষ্টি করেছে।'

আরও পড়ুনঃআরও ২ বছরের জন্য এটিকে-মোহনবাগানেই থাকছেন এডু গার্সিয়া

আরও পড়ুনঃম্যানচেস্টার ছেড়ে মিলানেই স্থায়ীভাবে থাকছেন আলেক্সিস স‍্যানচেজ

কোভিড পরীক্ষায় তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন ব্রায়ান লারা। তিনি বলেছেন, 'আমি কোভিড-১৯ পরীক্ষা করিয়েছি এবং আমার ফল নেগেটিভ এসেছে।' এছাড়াও লারা বলেছেন,খুব শিগগিরই করোনা রেহাই পাওয়ার উপায় নেই, তাই এটা নিয়ে নেতিবাচক খবর ছড়িয়ে হইচই সৃষ্টি করারও কিছু নেই। আমি আশা করি এবং প্রার্থনা করি করোনার হাত থেকে যেহেতু খুব শিগগিরই আমাদের নিস্তার নেই তাই এই সময়টা সবাই সুস্থ থাকুক, নিরাপদে থাকুক।'

 

View post on Instagram