সংক্ষিপ্ত

  • লকডাউনে একটি ২০০৩ সালের পুরনো ছবি শেয়ার করলেন লারা
  • জানতে চাইলেন ছবিতে থাকা তার সঙ্গে অপর ব্যক্তির পরিচয়
  • হিন্ট হিসেবে বললেন পরবর্তীতে তারকা ক্রিকেটার হয়েছে এই যুবক
  • মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ছবি
     

করোনা ভাইরাসের কারণে কার্যত গোটা পৃথিবী জুড়েই চলছে লকডাউন। এই পরিস্থিতিতে গৃহবন্দি অবস্থা জীবন কাটাচ্ছেন প্রাক্তন থেকে বর্তমান  ক্রীড়া ব্যক্তিত্বরা। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সকলেই। একইসঙ্গে সোশ্যাল মিডিয়াতেও সক্রিয়তা বেড়েছে সকলের। তা সে ক্রিকেটার হোক বা ফুটবলার, বা কোনও টেনিস তারকা। সকলেই সোস্যাল মিডিয়ায় অনেকটা করেই সময় কাটাচ্ছেন। সোশ্যাল মিডিয়াকে করোনা সংক্রমণ রুখতে সচেতনতার বার্তা দেওয়ার অন্যতম মাধ্যম হিসেবেও বেছে নিয়েছেন সকলে। এছাড়াও বিভিন্ন ইস্যুতে ইন্টারভিউ দেওয়া ছাড়াও কখনও কখনও শেয়ার করছেন পুরোনো কোনও স্মৃতিও। তেমনই লকডাউনে সোশ্যাল মিডিয়াতে মজেছেন ক্রিকেটের রাজপুত্র ক্যারেবিয়ান তারকা ব্রায়ান চার্লস লারাও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ২০০৩ সালের একটি ছবি শেয়ার করেন লারা। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে সেই ছবি। কারণ ছবিতে লারার সঙ্গে রয়েছেন এক ভারতীয় ক্রিকেটারও। যাকে চিনতে গেলে খুব মনযোগ দিয়ে দেখতে হবে সকলকেই।

আরও পড়ুনঃঅস্ট্রেলিয়া সফরের জন্য ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে যেতেও প্রস্তুত ভারত

আরও পড়ুনঃদর্শকশূন্য মাঠে তৈরি হবে না ম্যাজিকাল মুহূর্ত, মন্তব্য বিরাট কোহলির

সেই ভারতীয় ক্রিকেটার অন্য কেউ নয়, সুরেশ রায়না। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লেজেন্ড ব্রায়ান লারা ইনস্টাগ্রামে ২০০৩-এর একটি ছবি পোস্ট করেন। যেখানে তাঁর সঙ্গে রয়েছেন সুরেশ রায়না। সেই পোস্টে লারা লেখেন, ‘‘এই যুবকরা কে?? পরবর্তী সময়ে বিশেষ প্লেয়ার হয়ে উঠেছিলেন তিনি।'' সুরেশ রায়না তাঁর পোস্ট স্বীকার করে লেখেন, এটা ফ্যান মুমেন্ট, ব্রায়ান লারার জবাবে ফ্যানরা আরও বেশি মজা পান। সেই ছবিতে দেখা যাচ্ছে রায়না অনেক বড় একটি প্যান্ট পরেছেন, আর সেটাকেই পয়েন্ট করেছেন লারা। রায়নার ফ্যাশন সেন্স নিয়ে মজা করেছেন লারা। তিনি লেখেন, প্রয়োজনের তুলনায় বড় ড্রেস অতীত এখন। সোশ্যাল মিডিয়ায় রায়নাকে নিয়ে লারার ট্রোলিং মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেকেই কমেন্ট করেন লারার পোস্টে। লকডাউনের বাজারে লারার রসিকতাও ভালই মনে ধরেছে নেটাগরিকদের।

 

View post on Instagram
 

 

আরও পড়ুনঃওয়ান ডে ক্রিকেটে সচিনের থেকে ভাল ওপেনার রোহিত,কেন বললেন প্রাক্তন কিউই ক্রিকেটার