সংক্ষিপ্ত
- মহারাষ্ট্রের বান্দ্রায় পরিযায়ী শ্রমিকদের জমায়েতের ঘটনায় ক্ষুব্ধ হরভজন সিং
- নিজের জীবন তো বটেই অন্যের জীবনকেও বিপন্ন করে তুলছে এরা
- মানুষ পরিস্থিতির গুরুত্ব বুঝছে না বলেও দাবি ভারতীয় স্পিনারের
- সবাইকে ঘরের ভিতরে রাখতে কার্ফুই একমাত্র উপায় বলেও জানান টার্বুনেটর
আরও পড়ুনঃশোয়েব আখতারের ভিডিও শেয়ার পন্টিংয়ের, বললেন,'আমার খেলা সব থেকে দ্রুত গতির স্পেল'
আরও পড়ুনঃকরোনার বিরুদ্ধে যুদ্ধকে ‘মাদার অফ অল ওয়ার্ল্ড কাপস’ বলে আখ্যা রবি শাস্ত্রীর
বান্দ্রা স্টেশনের ঘটনায় ক্ষুব্ধ ক্রিকেটার হরভজন সিং। করোনা প্রতিরোধের জন্য দেশের মানুষ গৃহবন্দি হয়ে যখন লড়াই চলাচ্ছেন তখন বান্দ্রা স্টেশনে শ্রমিকদের এমন অবিবেচকের মতো আচরণের ঘটনায় হরভজন জানালেন কার্ফু জারিই একমাত্র উপায়। ট্যুইটারে হরভজন লেখেন,‘সবাইকে ঘরের ভিতরে রাখতে কার্ফুই একমাত্র উপায়। বান্দ্রায় আজ যেটা ঘটল সেটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। মানুষ পরিস্থিতির গুরুত্ব বুঝছে না। নিজের জীবন তো বটেই অন্যের জীবনকেও বিপন্ন করে তুলছে এরা।’ একইসঙ্গে টুইটারে প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের দৃষ্টি আকর্ষণও করেছেন টার্বুনেটর।
এর আগেও দিল্লির আনন্দবিহার বাস স্ট্যান্ডে পরিযায়ী শ্রমিকদের ভিড়ের ঘটনাতেও ক্ষোভ প্রকাশ করেছিলেন হরভজন সিং। সরকারকে আরও কঠোর হওয়ার ও সাধারণ মানুষের কথা ভাবার আর্জি জানিয়েছিলেন টার্বুনেটর। এবার বান্দ্রার ঘটনাতেও ক্ষোভ প্রকাশ করলেন হরভজন সিং। একইসঙ্গে বারবার করোনার বিরুদ্ধে লড়াইতে দেশবাসীকে এক হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন ভারতীয় স্পিনার।
আরও পড়ুনঃদলবদলে ফের চমক ইষ্টবেঙ্গলের,বলবন্তের পর লাল-হলুদে পাকা বিক্রমজিৎ সিং ও চুলোভা