সংক্ষিপ্ত
- গ্রীষ্মকালে ক্রিকেট না হলেই ভালো ইঙ্গিত চ্যাপেলের
- আইসিসির ঠাসা সূচিকে নাম না করে খোঁচা ইয়ানের
- জলবায়ুর পরিবর্তন নিয়ে দুশ্চিন্তায় প্রাক্তন অজি অধিনায়ক
- স্কিল ক্যানসার ও হিট স্ট্রোকের শিকার হচ্ছে ক্রিকেটাররা বলছেন ইয়ান
এবার গ্রীষ্মকালে ক্রিকেট মরশুম নিয়ে প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন অজি ক্রিকেটার ইয়ান চ্যাপেল। অতীতে শীতকালে খেলা হত ক্রিকেট। তবে বর্তমানে সারা বছরই চলছে ক্রিকেট। আইসিসির ঠাসা সূচি পরে যাওয়ায় সব মরশুম জুরে চলছে খেলা। বিশেষ করে গ্রীষ্মে কালেও মাঠে নামতে হচ্ছে ক্রিকেটারদের। এবার সেই নিয়েই প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন অজি অধিনায়ক ইয়ান চ্যাপেল। গরমে খেলা থাকলে শারিরিক ভাবে অসুস্থতার কবলে পড়তে পারে ক্রিকেটাররা এমনটাই মত চ্যাপেলের।
আরও পড়ুন, কলকাতার বুকে মহিলাদের ক্রিকেট অ্যাকাডেমি, ঝুলন গোস্বামীর উদ্যোগে সামিল মন্ত্রী সুজিত বসু
প্রাক্তন অজি অধিনায়ক এই বিষয় নিয়ে বলেন, 'জলবায়ুর পরিবর্তন আজকের দিনে সব থেকে বড় চিন্তার বিষয়। এবার সেটা ক্রিকেটের মাঠেও প্রভাব ফেলতে শুরু করে দিয়েছে। তবে এই বিষয় নিয়ে কোনও চিন্তা ভাবনা এগোছে না। এটা খুব খারাপ একটা সংকেত। পাশাপাশি গরম দিনে দিনে বাড়তে শুরু করেছে। তবে এই বিষয়ে রাজনীতিবিদদের চিন্তা ভাবনা করা দরকার।'
আরও পড়ুন, উসেইন বোল্টের রেকর্ড ভাঙলেন অ্যালিসন, মিক্সড রিলেতে সাত নম্বরে শেষ করল ভারতীয় দল
জলবায়ুর পরিবর্তনের কারণে বিশেষ করে তাপমাত্রা বাড়তে শুরু করেছে গোটা বিশ্বে। আর সেই বাড়তি তাপমাত্রাতেই মাঠে খেলছেন ক্রিকেটাররাও। তাই অধিক গরম ও গ্রীষ্মে খেলার সূচিতে ক্রিকেটারদের নিয়ে উদ্বেগে ইয়ান চ্যাপেল। সরাসরি না বলেলও এবার আইসিসিকে এই ঠাসা সূচি নিয়ে খোঁচা দিলেন প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক। তিনি আরও বলেন, 'দিনে দিনে গরম বাড়ছে। গ্রীষ্মেও চলছে ক্রিকেট মরশুম। তবে ক্রিকেটারদের সতর্ক থাকতে হবে। এই কারণে হিট স্ট্রোক ও স্কিন ক্যানসারের সংখ্যাও দিনে দিনে বাড়ছে। তাই এই মুহূর্তে ক্রিকেট সংস্থাদের একটা পদক্ষেপ নেওয়া উচিত। এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করার দিন এসে গিয়েছে।'