সংক্ষিপ্ত

আজ একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (India vs West Indies)। ২ ম্য়াচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া (Team India)। এবার হোয়াইট ওয়াশ করাই লক্ষ্য শিখর  ধওয়ানের  (Shikhar Dhawan)দলের। 
 

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় একদিনের ম্যাচ।  ইতিমধ্যেই ২টি ম্যাচ পরপর জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া। বুধবার নিয়মরক্ষার ম্য়াচ হলেও ভারতের কাছে হোয়াইট ওয়াশ করার সুযোগ। অপরদিকে ক্যারিবিয়ানদের কাছে এই ম্যাচ সম্মান রক্ষার। সিরিজের শেষ ম্যাচে টস ভাগ্য সাথ দিল ভারতীয় দলের। টস জিতে ব্য়াট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক শিখর ধওয়ান। প্রথমে ব্য়াট করে বড় স্কোর করে প্রতিপক্ষকে চাপে রাখার জন্যই এমন সিদ্ধান্ত। এদিনের ম্য়াচে মনে করা হয়েছিল ভারতীয় দলে একাধিক পরিবর্তন হতে পারে, কবে তা হয়নি। শুধু আবেশ খানের জায়গায় দলে ফিরেছেন প্রসিদ্ধ কৃষ্ণা। তবে ওয়েস্ট ইন্ডিজ দলে একাধিক পরিবর্তন। দলে সুযোগ পেয়েছেনম কিয়াসি কার্টি, কিমো পল, জেসন হোল্ডার। 

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্য়াচে ভারতীয় দলের ওপেনিংয়ে রয়েছেন শিখর ধওয়ান ও শুবমান গিল। এছাড়া ভারতীয় দলের  মিডল অর্ডারে খেলছেন শ্রেয়স আইয়র ও সূর্যকুমার যাদব। সূর্যকুমার প্রথম দুটি ম্যাচে রান না পেলেও ফর্মে ফিরেছেন শ্রেয়স। দলে উইকেট রক্ষক ব্য়াটসম্য়ান হিসেবে লোয়ার মিডল অর্ডারে খেলছেন সঞ্জু স্যামসন। রানে ফিরেছেন তিনিও। এছাড়া লোয়ার মিডিল অর্ডারে খেলছেন দীপক হুডা। দলের হার্ড হিটারের ভূমিকাও পালন করতে হবে এই দুজনকে। দলে স্পিনিং অলরাউন্ডার হিসেবে খলেছেন অক্ষর প্যাটেল। এছাড়া দলে রয়েছেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। দারুণ ছন্দে রয়েছেন চাহল। এছাড়া দলের তিন পেসার হলেন শার্দুল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণা ও মহম্মদ সিরাজ। 

 

 

অপরদিকে ওয়েস্ট ইন্ডিজ দলের ওপেনিংয়ে থাকতে খেলছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান সাই হোপ ও  কাইল মেয়ার্স।  এছাড়া ক্যারিবিয়ান দলের মিডল অর্ডারে খেলছেন  শার্মারহ ব্রুকস, কিয়াসি কার্টি, ব্র্যান্ডন কিং ও নিকোলাস পুরান। দলে অলরাউন্ডারের ভূমিকায় খেলছেন কিমো পল ও জেসন হোল্ডার। এছাড়া আজকের ম্য়াচেও দলে দুই স্পিনার নিয়ে খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ। তারা হলেন আকিল হোসেন ও হেডেন ওয়ালশ জুনিয়র। এছাড়াও নিকোলাস পুরানের দলে খেলবেন তিন পেসার। এছাড়া দলে একজন ফুল টাইম পেসার হিসেবে খেলছেন জেডন সিলস। 

 

 

প্রসঙ্গত, প্রথম দুটি ম্যাচে লড়াই করে হলেও শেষে জয় পেয়েছে ভারতীয় দল। এছাড়া দুই দলের ব্যাটিং-বোলিং বিভাগের শক্তি-গভীরতা ও ভারসাম্য বিচার করলে শিখর ধওয়ানের দলকে অনেকটাই এগিয়ে রাখতেই হচ্ছে। তাই তৃতীয় একদিনের ম্যাচেও টিম ইন্ডিয়াকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে ক্রিকেট প্রেমিরা আরও একটি হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায়।