ড্যানিয়েল সামসের ১৬ তম ওভারে ৩৭ মেরে খেলা শেষ করলেন প্য়াট কামিন্স। ১৪ বলে অর্শতরান করে রেকর্ড গড়লেন কামিন্স।
KKR vs MI Live- কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের সব লাইভ আপডেট এক ক্লিকে

বুধবার আইপিএল ২০২২-এর ১৪তম ম্য়াচে মুখোমখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। আইিপএলের ইতিহাসে যে দলগুলির লড়াই ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে সবথেকে উন্মাদনা ও উত্তেজনা লক্ষ্য করা যায় তাদের মধ্যে উপরের সারিতে থাকবে কলকাতা বনাম মুম্বই দ্বৈরথ। তবে এবারের আইপিএলের শুরুটা ভালো হয়নি পাঁচবারের আইপিএল জয়ীদের। প্রথম দুটি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে রোহিত শর্নমার দলকে। অপরদিকে, মাঝে একটি আরসিবির বিরুদ্ধে লড়াই করে হারলেও তিনটির মধ্যে ২টিতে জিতে লিগ টেবিলের ভালো জায়গা রয়েছে শ্রেয়স আইয়রের দল। আজ কেকেআর জিততে পারলে রয়েছে শীর্ষে যাওয়ার সুযোগ। অপরদিকে মরসুমে প্রথম জয় পেতে মরিয়া মুম্বই।
১৬ তম ওভারে ৩৭ রান মেরে খেলা শেষ করলেন প্যাট কামিন্স
১৫ ওভার শেষে ১২৭ কেকেআর
মারকাটারি ব্যাটিং করছেন প্যাট কামিন্স। ১৫ ওভার শেষে কেকেআর ১২৭ রানে ৫ উইকেট। ৩০ বলে দরকার ৩৫ রান।
আউট আন্দ্রে রাসেল
১৪ তম ওভারের প্রথম বলে আউট রাসেল। মিলসের বলে ১১ রান করে আউট হলেন তিনি।
বুমরার ১৩ ওভারে এল ১২ রান
বুমরারা ওভারে একটি চার মারলেন রাসেল, একটি মারলেন আইয়র, ওভারে এল ১২ রান। ১৩ ওভার শেষে ১০১ রানে ৪ উইকেট কেকেআর।
এসেই ছয় মারলেন রাসেল
১২ তম ওভারের শেষ বলেই বিশাল ছক্কা রাসেলের ব্য়াটে। কেকেআর ৮৯ রানে ৪ উইকেট।
আউট নীতিশ রানা
১২ তম ওভারে মুরগান অশ্বিনকে বিগ হিট করতে গিয়ে আউট হললেন নীতিশ রানা। ৮ রান করলেন তিনি।
১১ তম ওভারে এল ১৪ রান
তাইমিল মিলসের ১১ তম ওভারে একটি চার মারলেন ভেঙ্কটেশ আইয়র ও একটি ছয় মারলেন নীতিশ রানা। ১১ ওভার শেষে কেকেআর ৩ উইকেটে ৮১।
আউট স্য়াম বিলিংস
মুরগান অশ্বিনের বলে বিগ হিট করতে গিয়ে আউট হলেন স্যাম বিলিংস। ১৭ রান করলেন তিনি। কেকেআর ১০ ওভার শেষে ৬৭ রানে ৩ উইকেট।
৮ ওভার শেষে ৫০ কেকেআর
লড়াই করছেন ভেঙ্কটেশ আইয়র ও স্য়াম বিলিংস। ধীরে ধীরে বাড়াচ্ছেন রানের গতি। ৮ ওভার শেষে ২ উইকেটে ৫০ রান কেকেআর।
আউট শ্রেয়স আইয়র
পাওয়ার প্লের শেষ বলে আউট হলেন শ্রেয়স আইয়র। ১০ রান করে সামসের বলে আউট হলেন তিনি। ৬ ওভার শেষে কেকেআর ২ উইকেটে ৩৫ রান।
পঞ্চম ওভারে এল ১২
উইকেট পড়লেও পঞ্চম ওভারে এল ১২ রান। দুটি চার মারলেন শ্রেয়স আইয়র। ৫ ওভার শেষে কেকেআর ২৬ রান ১ উইকেট।
আউট আজিঙ্কে রাহানে
পঞ্চম ওভারে তাইমিল মিলসের প্রথম বলে বিগ হিট করতে গিয়ে আউট হলেন রাহানে। ৭ রান করে আউট হলেন রাহানে।
বুমরা চতুর্থ ওভারে দিলেন ২ রান
চতুর্থ ওভারে বুমরার বলে এল ২ রান। কেকেআর ৪ ওভার শেষে বিনা উইকেটে ১৬।
৩ ওভার শেষে কেকেআর ১৪
আটোসাঁটো বোলিং করছে মু্ম্বই । ৩ ওভার শেষে ১৪ কেকেআর।
প্রথম ওভার শেষে কেকেআর ৩
ওপেন করছেন রাহানে ও ভেঙ্কটেশ আইয়র। প্রথম ওভার শেষে ৩ বিনা উইকেটে।
শেষ ওভারে এল ২৩ রান
প্রথম বলে উইকেট পড়লেও শেষ ৫ বলে প্য়াট কামিন্সকে ২৩ রান মারেন পোলার্ড। ৩টি ছয় মারেন পোলার্ড। ২০ ওভার শেষে ৪ উইকেটে ১৬১ রান করল মুম্বই ইন্ডিয়ান্স।
আউট সূর্যকুমার যাদব
শেষ ওভারে কামিন্সের বলে আউট হন সূর্যকুমার যাদব। ৫২ রান করেন তিনি।
১৯ ওভার শেষে মু্ম্বই ১৩৮
আন্দ্রে রাসেলের ওভারে এল ৯ রান। ১৯ ওভার শেষে মু্ম্বই ১৩৮
নারিনের ১৮ তম ওভারে এল ১৪ রান
নারিনের ১৮ তম ওভারে একটি ছক্কা ও একটি চার নমারলেন সূর্যকুমার যাদব। ১৮ ওভার শেষে ৩ উইকেট ১২৯ মুম্বই।
১৭ তম ওভারে ১৭ রান দিলেন বরুণ চক্রবর্তী
মারকাটারি ব্য়াটিং করছেন সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা। ১৭ তম ওভারে এল ২টি চার একটি ছয় সহ ১৭ রান। মুম্বই ১১৫ রানে ৩ উইকেট।