11:03 PM (IST) Apr 06

১৬ তম ওভারে ৩৭ রান মেরে খেলা শেষ করলেন প্যাট কামিন্স

ড্যানিয়েল সামসের ১৬ তম ওভারে ৩৭ মেরে খেলা শেষ করলেন প্য়াট কামিন্স। ১৪ বলে অর্শতরান করে রেকর্ড গড়লেন কামিন্স।

10:53 PM (IST) Apr 06

১৫ ওভার শেষে ১২৭ কেকেআর

মারকাটারি ব্যাটিং করছেন প্যাট কামিন্স। ১৫ ওভার শেষে কেকেআর ১২৭ রানে ৫ উইকেট। ৩০ বলে দরকার ৩৫ রান।

10:40 PM (IST) Apr 06

আউট আন্দ্রে রাসেল

১৪ তম ওভারের প্রথম বলে আউট রাসেল। মিলসের বলে ১১ রান করে আউট হলেন তিনি।

10:39 PM (IST) Apr 06

বুমরার ১৩ ওভারে এল ১২ রান

বুমরারা ওভারে একটি চার মারলেন রাসেল, একটি মারলেন আইয়র, ওভারে এল ১২ রান। ১৩ ওভার শেষে ১০১ রানে ৪ উইকেট কেকেআর।

10:33 PM (IST) Apr 06

এসেই ছয় মারলেন রাসেল

১২ তম ওভারের শেষ বলেই বিশাল ছক্কা রাসেলের ব্য়াটে। কেকেআর ৮৯ রানে ৪ উইকেট।

10:31 PM (IST) Apr 06

আউট নীতিশ রানা

১২ তম ওভারে মুরগান অশ্বিনকে বিগ হিট করতে গিয়ে আউট হললেন নীতিশ রানা। ৮ রান করলেন তিনি।

10:28 PM (IST) Apr 06

১১ তম ওভারে এল ১৪ রান

তাইমিল মিলসের ১১ তম ওভারে একটি চার মারলেন ভেঙ্কটেশ আইয়র ও একটি ছয় মারলেন নীতিশ রানা। ১১ ওভার শেষে কেকেআর ৩ উইকেটে ৮১।

10:22 PM (IST) Apr 06

আউট স্য়াম বিলিংস

মুরগান অশ্বিনের বলে বিগ হিট করতে গিয়ে আউট হলেন স্যাম বিলিংস। ১৭ রান করলেন তিনি। কেকেআর ১০ ওভার শেষে ৬৭ রানে ৩ উইকেট।

10:09 PM (IST) Apr 06

৮ ওভার শেষে ৫০ কেকেআর

লড়াই করছেন ভেঙ্কটেশ আইয়র ও স্য়াম বিলিংস। ধীরে ধীরে বাড়াচ্ছেন রানের গতি। ৮ ওভার শেষে ২ উইকেটে ৫০ রান কেকেআর।

10:01 PM (IST) Apr 06

আউট শ্রেয়স আইয়র

পাওয়ার প্লের শেষ বলে আউট হলেন শ্রেয়স আইয়র। ১০ রান করে সামসের বলে আউট হলেন তিনি। ৬ ওভার শেষে কেকেআর ২ উইকেটে ৩৫ রান।

09:56 PM (IST) Apr 06

পঞ্চম ওভারে এল ১২

উইকেট পড়লেও পঞ্চম ওভারে এল ১২ রান। দুটি চার মারলেন শ্রেয়স আইয়র। ৫ ওভার শেষে কেকেআর ২৬ রান ১ উইকেট।

09:52 PM (IST) Apr 06

আউট আজিঙ্কে রাহানে

পঞ্চম ওভারে তাইমিল মিলসের প্রথম বলে বিগ হিট করতে গিয়ে আউট হলেন রাহানে। ৭ রান করে আউট হলেন রাহানে।

09:50 PM (IST) Apr 06

বুমরা চতুর্থ ওভারে দিলেন ২ রান

চতুর্থ ওভারে বুমরার বলে এল ২ রান। কেকেআর ৪ ওভার শেষে বিনা উইকেটে ১৬।

09:47 PM (IST) Apr 06

৩ ওভার শেষে কেকেআর ১৪

আটোসাঁটো বোলিং করছে মু্ম্বই । ৩ ওভার শেষে ১৪ কেকেআর।

09:37 PM (IST) Apr 06

প্রথম ওভার শেষে কেকেআর ৩

ওপেন করছেন রাহানে ও ভেঙ্কটেশ আইয়র। প্রথম ওভার শেষে ৩ বিনা উইকেটে।

09:18 PM (IST) Apr 06

শেষ ওভারে এল ২৩ রান

প্রথম বলে উইকেট পড়লেও শেষ ৫ বলে প্য়াট কামিন্সকে ২৩ রান মারেন পোলার্ড। ৩টি ছয় মারেন পোলার্ড। ২০ ওভার শেষে ৪ উইকেটে ১৬১ রান করল মুম্বই ইন্ডিয়ান্স।

09:09 PM (IST) Apr 06

আউট সূর্যকুমার যাদব

শেষ ওভারে কামিন্সের বলে আউট হন সূর্যকুমার যাদব। ৫২ রান করেন তিনি।

09:06 PM (IST) Apr 06

১৯ ওভার শেষে মু্ম্বই ১৩৮

আন্দ্রে রাসেলের ওভারে এল ৯ রান। ১৯ ওভার শেষে মু্ম্বই ১৩৮

09:01 PM (IST) Apr 06

নারিনের ১৮ তম ওভারে এল ১৪ রান

নারিনের ১৮ তম ওভারে একটি ছক্কা ও একটি চার নমারলেন সূর্যকুমার যাদব। ১৮ ওভার শেষে ৩ উইকেট ১২৯ মুম্বই।

08:56 PM (IST) Apr 06

১৭ তম ওভারে ১৭ রান দিলেন বরুণ চক্রবর্তী

মারকাটারি ব্য়াটিং করছেন সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা। ১৭ তম ওভারে এল ২টি চার একটি ছয় সহ ১৭ রান। মুম্বই ১১৫ রানে ৩ উইকেট।