ধোনির আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক নিয়ে রয়েছে ধোঁয়াশা তবে টি-২০ বিশ্বকাপে ধোনিকেই উইকেট রক্ষক হিসেবে পছন্দ এমনটাই জানালেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার কামরান আকমল তবে ধোনির পর উইকেট রক্ষক হিসেবে কামরানের পছন্দ কেএল রাহুল
এখনও ঝুঁলে রয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে চলতি বছরের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ। একের পর এক বৈঠকে বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে গড়িমসি করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আদৌ বিশ্বকাপ হবে না বিশ্বকাপের জায়গায় হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এনিয়ে রয়েছে ধন্দ। আইসিসির গড়িমসি নিয়ে ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ হলে ভারতীয় দলের উইকেটের পেছনে কাকে দেখা যাবে তা নিয়ে রয়েছে ধন্দ। ধোনির প্রত্যাবর্তন ঘটবে কিনা তাও কোটি টাকার প্রশ্ন। তবে বিশ্বকাপে ভারতের প্রথম উইকেট রক্ষক হিসেবে ধোনিকেই পছন্দ পাকিস্তানের প্রাক্তন উইকেট রক্ষক কামরান আকমলের।
আরও পড়ুনঃঅস্থায়ী ভাবে কিছু নিয়ম পরিবর্তন করলো ফিফা, মরশুম শেষের আগেই খুলবে ট্রান্সফার মার্কেট
বর্তমানে লকডাউনের কারণে সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা বেড়েছে বিশ্ব জুড়ে বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটারদের। সেই তালিকা থেকে নিজেকে সরিয়ে রাখতে পারেননি কামরান। সেই সোশ্যাস মিডিয়াতেই এক অনুষ্ঠানে কামরান আকমলকে জিজ্ঞেস করা হয়েছিল,টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের এক নম্বর উইকেটকিপার হিসেবে কাকে পছন্দ?প্রশ্নের উত্তর দিতে সময় নেননি কামরান। সোজাসুজি জানিয়ে দেন বিশ্বকাপে ভারতের একনম্বর উইকেটকিপার হিসেবে তাঁর প্রথম পছন্দের নাম মহেন্দ্র সিং ধোনি। ধোনির পরিবর্ত উইকেট রক্ষক হিসেবে ঋষভ পন্থের নাম নেননি কামরান। ধোনির পরিবর্ত উইকেটরক্ষক হিসেবে কামরানের পছন্দ লোকেশ রাহুল।
আরও পড়ুনঃএবার এক ১৬ বছরের ফুটবলারকে গুলি করে মারল পুলিস
আরও পড়ুনঃ১৫ জুন থেকে খুলছে না মোহনবাগান ক্লাব,করোনার জন্য সিদ্ধান্ত বদল
২০১৯ ইংল্যান্ডে ক্রিকেট বিশ্বকাপের সেমি ফাইনালের পর থেকেই ক্রিকেটের ২২ গজ থেকে অনেক দূরে রয়েছেন ধোনি। আইপিএলে ফেরার কথা থাকলেও, তাও করোনা ভাইরাসের কারণে তাও স্থগিত হয়ে গিয়েছে । টি-টোয়েন্টি বিশ্বকাপে ধোনির প্রত্য়াবর্তন হয় কিনা সেটাই দেখার। তবে কামরান আকমল ভারতীয় ক্রিকেট দলের উইকেটের পেছনে মহেন্দ্র সিং ধোনিকেই দেখতে চান পাকিস্তানের অন্যতম প্রাক্তন সফল অধিনায়ক কামরান আকমল।
