সংক্ষিপ্ত

  • মেসি ভালো ফুটবলার কিন্তু রোনাল্ডো অন্যতম সেরা, বলছেন কোহলি
  • ফুটবলারদের ফিটনেস থেকে শিক্ষা নেওয়া উচিত ক্রিকেটারদের বক্তব্য বিরাটের
  • ক্রিকেটার না হলে ফুটবল খেলতাম, বললেন ভারত অধিনায়ক
  • ফিটনেসের তুলনায় ফুটবলারদের এগিয়ে রাখলেন কিং কোহলি

আজকের দিনে দাঁড়িয়ে অন্তর্জাতিক ফুটবলের সব থেকে বড় তর্ক বিতর্কের জায়গা হল মেসি না রোনাল্ডো। এবার সেই যুদ্ধে পা বাড়িয়ে দিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। মেসির থেকে রোনাল্ডোকেই বেশি এগিয়ে রাখলেন কিং কোহলি। আইএসএলের এক অনুষ্ঠানে নিজের দল হয়ে গোয়ায় গিয়ে কোহলি বলেন, 'ক্রিস্টিয়ানো রোনাল্ডো দারুণ একজন ফুটবলার। তাঁর পায়ের কাজ থেকে শুরু করে, ড্রিবলিং, গতি সব কিছু দারুণ। রোনাল্ডোর থেকে ভালো গোল স্কোরার আমি আগে দেখিনি। একই সঙ্গে মেসিকে নিয়ে জিজ্ঞাসা করা হলে কোহলি আরও বলেন, মেসিও খুব ভালো। দারুণ স্কিল রয়েছে। সেটা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে রোনাল্ডো সবার থেকে একটা আলাদা। বেশ অন্যরকম।'

আরও পড়ুন, আরও দাপটের সঙ্গে ফিরে আসব, চোট প্রসঙ্গে বললেন বুমরা

পাশাপাশি এদিন ফুটবলারদের ফিটনেস নিয়েও আলোচনা করেন কোহলি। ভারতীয় দলে এই মুহূর্তে সব থেকে ফিটেস্ট হল বিরাট কোহিল। ক্রিকেটের স্কিলের পাশাপাশি সমান ভাবে তিনি ধ্যান দেন ফিটনেসের ওপরে। আর তাঁর কিছুটা অংশ ফুটবলারদের দেখে শেখা বলে জানিয়েছে ভারতীয় দলের অধিনায়ক। কোহলি বলেন, 'ফুটবলারদের ফিটনেস অনেক বেশি থাকে যে কোনও খেলোয়াড়ের তুলনায়। ফুটবলাররা ফিটনেসের ওপর বেশি কাজ করেন। আর সেটা দেখে নিজেকে আমিও প্রস্তুত করার চেষ্টা করি। তাঁদের মধ্যে একটা ডিসিপ্লিন আছে এই বিষয় নিয়ে। যেটা আমাকে ভাবিয়ে তুলেছে। ক্রিকেটারদের তাঁদের থেকে শেখা অবশ্যই উচিত।'

আরও পড়ুন, প্রথম বিশ্বজয়ের ১২ বছর, ধোনি মজে গলি ক্রিকেটে

তবে ফুটবলারদের তুলনায় ক্রিকেটারদের ফিটনেস সম্পূর্ণ আলাদা বলে মনে করেন বিরাট। ক্রিকেটের তুলনায় ফুটবলে অনেক বেশি ফিটনেস জরুরি বলে মনে করেন ভারত অধিনায়ক। তিনি এই বিষয় নিয়ে আরও বলেন, 'ফুটবলে খুব বেশি ফিটনেসের দরকার পরে। বিশেষ করে ফুটবল ৯০ মিনিটের খেলা। ক্রিকেটে এতটাও দরকার পরে না। তবে ফুটবলারদের মতন নিজেদের ফিট করে তুলতে পারলে আরও ভালো হবে। যদি ক্রিকেটার না হতে পারতাম তাহলে হয়তো ফুটবল খেলতাম আমিও।'