সংক্ষিপ্ত

আজ টি২০ বিশ্বকাপ ২০২১-এ (ICC T20  World Cup 2021) মুখোমুখি পাকিস্তান ও নামিবিয়া (Pakistan vs  Namibia)। টানা চার ম্যাচ জিতে সেমি ফাইনালের টিকিট পাকা করাই লক্ষ্য বাবর আজমের (Babar Azaam) দলের। অপরদিকে, অঘটন ঘটাতে মরিয়া গেরহার্ড এরাসমাসের (Gerhard Erasmus) দল।
 

আজ টি২০ বিশ্বকাপ ২০২১-এর (ICC T20  World Cup 2021) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও নামিবিয়া (Pakistan vs  Namibia)। গ্রুপ ২-তে ইতিমধ্যেই ৩টির মধ্যে ৩টি ম্য়াচ জিতে সেমি ফাইনালের টিকিট প্রায় পাকা করে ফেলেছে বাবর আজমের (Babar  Azam) দল। আজকের ম্যাচ  জিতে ইংল্যান্ডের পর দ্বিতীয় দল হিসেবে সেমি ফাইনালের টিকিট নিশ্চিৎ করাই লক্ষ্যে পাকিস্তানের। অপরদিকে, ২টি ম্যাচের মধ্যে একটিতে জিতে লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে নামিবিয়া। প্রথমবার বিশ্বকাপে এসে গেরহার্ড এরাসমাসের (Gerhard Erasmus)দলের লড়াকু ক্রিকেট প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট বিশ্বের। আজকের ম্য়াচে অঘটন ঘটিয়ে তারাও শেষ চারের লড়াইয়ে থাকতে মরিয়া। আজ নামিবিয়া অঘটনঘটাতে পারলে কিছুটা লাভ রয়েছে ভারতীয় দলেরও। তাই লড়াই  অসমহলেও, হাল ছাড়তে নারাজ নামিবিয়া।

দুরন্ত ছন্দে পাকিস্তান-
প্রথম ম্য়াচে চিরপ্রতীদ্বন্দ্বী ভারতীয় দলের বিরুদ্ধে ১০ উইকেটে জয়, দ্বিতীয় ম্য়াচে  নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেটে জয়, আফগানিস্তানের বিরুদ্ধেও ৫ উইকেটে দয়। টি২০ বিশ্বকাপে মরুদেশে ইংল্যান্ডের পাশাপাশিঅপ্রতিরোধ্য হয়ে উঠেছে পাকিস্তান দলও। শুধু সেমি  ফাইনালে ওঠা নয়, এখন থেকেই ২০০৯ সালে পর আরও একবার ক্রিকেটের সব থেকে ছোট ফর্ম্য়াটে বিশ্বজয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদিরা। আজকের ম্য়াচে প্রতিপক্ষ তাদের তুলনায়  অপেক্ষাকৃত দুর্বল হলেও হাল্কাভাবে নিচ্ছে না পাকিস্তান দল। ব্য়াটে-বলে দাপট বজায় রেখেউ  নবাগত নামিবিয়াকে পরাস্ত করা ও সেমি ফাইনালের টিকিট নিশ্চিৎ করাই টার্গেট পাক দলের। 

পাকিস্তান দলের সম্ভাব্য একাদশ-
বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেট রক্ষক), ফকহার জামান, মহম্মদ হাফিজ/ হায়দার আলি, শোয়েব মালিক, আসিফ আলি, ইমাদ ওয়াসিম ও শাদাব খান,  হাসান আলি/ মহম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফ।

অঘটন ঘটাতে মরিয়া নামিবিয়া-
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্য়াচে হারের পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাতে নেদারল্যান্ডস ও আয়ারল্য়ান্ডকে হারিয়ে সুপার ১২-এ যোগ্যতা অর্জন করে নামিবিয়া। মূল পর্বের প্রথম ম্যাচেই স্কটল্যান্ডকে হারিয়ে আরও একবার চমক দেয় এরাসমাসের দল। যদিও দ্বিতীয় ম্য়াচে আফগানিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছে নামিবিয়াকে। আজ পাকিস্তানের বিরুদ্ধে নিজেদেরে সেরাটা দিয়ে 'জায়ান্ট কিলার' তকমা পেতে মরিয়া নামিবিয়া। তবে কোনও ব্যক্তিগত পারফরমেন্স নয়, দলগত শক্তিতেই বিশ্বকাপের অন্যতম দাবিদারদের হারানোর স্বপ্ন দেখছে  ক্রিকেট বিশ্বে নবাগত দেশটি।

নামিবিয়া দলের সম্ভাব্য একাদশ-
ক্রেগ উইলিয়ামস, মাইকেল ভ্যান লিংগেন, জ্যান নিকোল লফটি-ইটন, গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), জেন গ্রিন (উইকেটরক্ষক),  ডেভিড উইজি, জেজে স্মিট, জ্যান ফ্রাইলঙ্ক, পিকি জাঁ ফঁসে,  রুবেন ট্রাম্পেলম্যান, বার্নার্ড স্কোল্জ।

আরও পড়ুনঃসচিন-সৌরভ-দ্রাবিড়-ধোনি থেকে যুবারজ-রোহিত, ভারতীয় ক্রিকেটারদের কিছু রেকর্ড যা ভাঙা খুব কঠিন

আরও পড়ুনঃT20 WC2021- এখনও সেমি ফাইনালে উঠতে পারে Team India, জানুন কীভাবে তা সম্ভব

আরও পড়ুনঃT20 WC 2021, BAN vs SA- 'ডু অর ডাই' ম্য়াচে এগিয়ে কোন দল, জিততে পারে কারা,জানুন ম্যাচ প্রেডিকশন

ম্যাচ প্রেডিকশন-
এবার টি২০ বিশ্বকাপে স্বপ্নের ছন্দে রয়েছে পাকিস্তান দল। ব্যাট-বল-ফিল্ডিং সব বিভাগেই দাপট দেখাচ্ছে বাবর আজমের দল। বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। অপরদিকে প্রথম আবির্ভাবেই প্রশংসিত হলেও, শক্তির বিচারে পাকিস্তানের থেকে অনেকটাই পিছিয়ে নামিবিয়া। তাই আজকের ম্যাচে পাকিস্তান দলকেই  হট ফেভারিট বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

YouTube video player