সংক্ষিপ্ত
- হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি আজহার
- প্রাক্তন ভারত অধিনায়ক পেলেন ১৪৭টি ভোট
- ক্রিকেট প্রশাসক হিসেবে পথ চলা শুরু আজহারউদ্দীনের
সৌরভ বাংলা ক্রিকেটের মসদনে আবার বসছেন কোনও লড়াই ছারাই। কারণ বাংলার ক্রিকেট মহল এখন সৌরভকে চ্যালেঞ্জ করার মত কেউ নেই। এবার সৌরভের পথেই আরেক প্রাক্তন ভারত অধিনায়ক। হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হলেন মহম্মদ আজহাউদ্দীন। ভোটে লড়াই করতে হলেও বড় জয় পেলেন প্রাক্তন ভারত অধিনায়ক।
আরও পড়ুন - মহিলা বিগ ব্যাশ লিগে খেলা নিয়ে অনিশ্চয়তা হরমনপ্রীত, মন্ধনাদের
হায়দরাবাদ ক্রিকেটে সভাপতি পদে দাঁড়িয়েছিলেন তিন জন। আজহার পেয়েছেন ১৪৭টি ভোট, অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা প্রকাশ চন্দ্র জৈন পয়েছেন ৭৩টি ভোট। মাত্র তিনটি ভোট পেয়েছেন দিলীপ কুমার। শুধু আজহারই নন, এবারের ভোটা তাঁর গোটা প্যানেলই জয়ী হয়েছে। প্রায় সবাই বড় ব্যবধানে জয় নিয়ে নিজেদের পদে বসতে চলেছেন। ভোটের ফলাফল দেখে সবাই বলছেন আজহারেই আস্থা দেখাল হায়দরাবাদ ক্রিকেট।
আরও পড়ুন - টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের ৪ নম্বরকে ভরসা দিতে চাইছেন রায়না
আজহারের অধিনায়কত্ত্বেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এবার সৌরভরে দেখানোর পথেই হাঁটলেন আজহার। এবার দুই প্রাক্তন অধিনায়ক নিজেদের রাজ্য সংস্থার হয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে প্রতিনিধিত্ব করবেন।