সংক্ষিপ্ত
- রোহিত শর্মা ও এমএস ধোনির অধিনায়ত্ব অনেকটা এক
- রোহিত শর্মার ভূয়সী প্রশংসা করে বলেছিলেন সুরেশ রায়না
- এবার রায়নার মন্তব্য়ের প্রতিক্রয়া দিলেন ভারতীয় ক্রিকেটের হিটম্যান
- বললেন ধোনি একজনই হয়, তার সঙ্গে কোনও তুলনাই হয়না
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সকে চারবার চ্যাম্পিয়ন করেছেন রোহিত শর্মা। এমএস ধোনি চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করেছেন তিনবার। ভারতীয় ধলের স্ট্যান্ডবাই অধিনায়ক হলেও, রোহিত ও ধোনির অধিনায়কত্বের তুলনা করেন অনেকেই। সম্প্রতি একটি ক্রিকেট সংক্রান্ত অনুষ্ঠানে সুরেশ রায়না রোহিতকে ‘ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী ধোনি’ বলে উল্লেখ করেছিলেন। রোহিত শর্মার অধিনায়কত্বের ভূয়সী প্রশংসাও করেন সুরেশ রায়না। ধোনি ও রোহিতের অধিনায়কত্বে অনেক সাদৃশ্য রয়েছে বলেও জানান রায়না। কিন্তু ধোনির সঙ্গে তার কোনও তুলনাই হয়না বলে জানিয়ে দিলেন রোহিত শর্মা। তার সাফ কথা, 'এম এস ধোনি একজনই হয়।'
আরও পড়ুনঃআইপিএলের অপেক্ষায় ছটফট করছেন বিরাট, প্রহর গোনা শুরু আরসিবি অধিনায়কের
এক সাক্ষাৎকারে রোহিত শর্মা প্রসঙ্গে সুরেশ রায়না বলেছিলেন, 'আমি বলব রোহিত ভারতীয় ক্রিকেটের পরবর্তী ধোনি। আমি তাকে নেতৃত্ব দিতে দেখেছি। সে খুব শান্ত থাকে। সকলের কথা শুনতে পছন্দ করে। ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাস জোগাতে পারে। আর সবচেয়ে বড় কথা সে সামনে থেকে নেতৃত্ব দিতে পছন্দ করে। যখন একজন অধিনায়ক দলকে সামনে থেকে নেতৃত্ব দেয় এবং ড্রেসিংরুমের পরিবেশকে সম্মান করে তখন তার আর অন্য কিছুর প্রয়োজন হয় না।' এছাড়াও সুরেশ রায়না বলেছেন,'রোহিত দলের সবাইকেই অধিনায়ক ভাবে। আমি তাকে দেখেছি। যখন আমরা এশিয়া কাপ জিতি। আমি তার নেতৃত্বে খেলেছিলাম। আমি দেখেছি শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহালের মতো তরুণ ক্রিকেটারদের সে কীভাবে আত্মবিশ্বাসী করে তোলে। মহেন্দ্র সিং ধোনির পর অন্যতম সেরা এবং দুর্দান্ত অধিনায়ক। আইপিএল অবশ্য বেশিবার জিতেছে সে। তবে আমি বলব তারা দুজনেই প্রায় একই রকম।'
আরও পড়ুনঃ'আপনি কবে মা হচ্ছেন', ফ্যামিলি প্ল্যানিং নিয়ে প্রশ্ন করতেই কড়া জবাব অনুষ্কার
মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার পাশাপাশি ভারতীয় দলের সহ অধিনায়ক রোহিত শর্মা। সুরেশ রায়নার মুখে রোহিতকে পরবর্তী ধোনি বলায় উচ্ছ্বসিত হয়েছিলেন রোহিত শর্মার অনুগামা ভক্তরা। রায়নার বক্তব্যকে সমর্থনও জানান রোহিত ভক্তরা। তার পরেই এক ভক্তের প্রশ্নের উত্তরে টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে রোহিত লেখেন,'এ ব্যাপারে সুরেশ রায়নার মন্তব্যটি শুনেছি। এম এস ধোনি একজনই হয়। কেউ তার মতো হতে পারবে না। এ রকম তুলনা হওয়া বাঞ্ছনীয় নয়। কারণ, প্রত্যেকের মধ্যেই শক্তি ও দুর্বলতা রয়েছে।' রোহিতের বক্তব্য থেকেই পরিষ্কার যো ধোনিকে কতটা সম্মান করেন তিনি। আইপিএলে দলকে তিনটি বা চারটি ট্রফি জেতানোর থেকে দেশেকে দুটো বিশ্বকাপ ও সব ধরনের আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করার গুরুত্ব যে অনেক বেশি তা কার্যত স্বীকার করে নিলেন হিটম্যান।