সংক্ষিপ্ত
এর আগে ভারতীয় দলের (Team India) মেন্টরের (Mentor)ভূমিকায় দেখা গিয়েছে এমএস ধোনিকে (MS Dhoni)। আইপিএলে (IPL)এখনও চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings)অধিনায়ক তিনি। তবে ফের একবার মেন্টরের ভূমিকায় দেখা যোতো পারে ধোনিকে।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ২০২০ সালে। তবে আইপিএল খেলা এখনও ছাড়েননি তিনি। এর পাশাপাশি মেন্টর হিসেবেও হঅল্প বিস্তর হাত পাকানোর সুযোগ পেয়েছেন। গত বছর টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে নিযুক্ত হয়েছিলেন টিম ইন্ডিয়ার জোড়া বিশ্বকাপ জয়ী অধিনায়ক এমএস ধোনি। যদিও গত বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল ভারতীয় দলকে। তারপর আর মেন্টর বা কোচের ভূমিকায় খুব একটা দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনিকে। কিন্তু সব কিছু ঠাকঠাক থাকলে ফেল একবার মেন্টরের ভূমিকায় দেখা যাবে এমএসডিকে। বিষয়টি নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত না হলেও প্রাথমিক স্তরে কথা অনেটাই এগিয়েছে বলে সূত্রের খবর। তবে সবটাই নির্ভর করছে বিসিসিআইয়ের সিদ্ধান্তের উপর।
আসলে দক্ষিণ আফ্রিকায় শুরু হতে চলেছে ঘরোয়া টি২০ লিগ। সেখানে আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজির মতই দল কিনেছে চেন্নাই সুপার কিংস। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে জোহানেসবার্গের দলটি কিনেছে সিএসকে। তবে দলের নাম, কোচ ও সাপোর্ট স্টাফদের নাম, কোনও কিছুই ঘোষণা করা হয়নি। শোনা যাচ্ছে দলের নাম দেওয়া হতে পারে 'জোহানেসবার্গ সুপার কিংস'। সেই দলের কোচ হিসেবে দেখা যেতে পারে সিএসকের কোচ স্টিফেন ফ্লেমিংকে। তার সাখেও কথা অনেকটা এগিয়েছে। তার কোচ হওয়া নিয়ে কোনও সমস্যাও নেই। একইসঙ্গে সেই দলের মেন্টর হিসেবে দেখা যেতে পারে এমএস ধোনিকে। তবে ধোনি যেহেতু আইপিএল খেলে তাই সে অন্য কোনও বিদেশী লিগে মেন্টর হতে পারেবনে কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে। তবে বিসিসিআই সবুজ সংকেত দিলে ফের মেন্টরের ভূমিকায় দেখা যেতেই পারে এমএস ধোনিকে।
প্রসঙ্গত, আইপিএল দেখে বিশ্বের নামকরা ক্রিকেট খেলাীয় দেশগুলি সকলেই নিজেদের টি২০ লিগ শুর করেছে। সেই পথে হেঁটেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডও। এর আগে দুবার টি২০ লিগ চালু করেও সাফল্যের মুখ দেখতে পারেনি প্রোটিয়ারা। মুখ থুবড়ে পড়েছে সেই লিগ। যার ফলে বন্ধ হয়ে গিয়েছিল। তবে এবার ফের ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগ চালু করতে চলেছে দক্ষিণ আফ্রিকা। তবে এবার পুরো গুছিয়ে নামছে তারা। আর প্রতিযোগিতাকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে হলে যে ভারত ছাড়া গতি নেই সেটাই বুঝতে পেরেছে প্রোটিয়া ক্রিকেট কর্তারা। তাই আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি দল কিনেছে সেই লিগে। সিএসকে বাদে কেপটাউনের দল কিনছে মুম্বই ইন্ডিয়ান্স।
আরও পড়ুনঃএশিয়া কাপের জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করছেন বিরাট কোহলি, দেখুন ভাইরাল ভিডিও
আরও পড়ুনঃআগামি বছর কবে থেকে শুরু হবে মহিলা আইপিএলে, আভাস দিল বিসিসিআই