সংক্ষিপ্ত
- সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হরভজন সিং
- বোর্ড সভাপতি হিসাবে নজির গড়বে দাদা, বলছেন ভাজ্জি
- নিজের প্রিয় অধিনায়কের শুভকামনায় হরভজন
- অধিনায়ক হিসাবেও সেরা ছিলেন সৌরভই, দাবি ভাজ্জির
ভারতীয় ক্রিকেটে বড় নজির গড়বেন সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন ভারতের অন্যতম সেরা অফস্পিনার হরভজন সিং। ভারতীয় ক্রিকেটের বেশ কিছু প্রত্যাবর্তনের কারণ প্রাক্তন ভারত অধিনায়ক ও বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার বিসিসিআই সভাপতির দায়িত্ব নিয়ে ফের একবার দাদাগিরি শুরু করে দিয়েছেন সৌরভ। একই সঙ্গে ভারতে পিঙ্ক বল টেস্ট করে বাকিদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন সৌরভ। আর সেই কারণে এবার নিজের প্রিয় দাদার প্রশংসায় ভরিয়ে দিলেন ভাজ্জি।
আরও পড়ুন, ইডেনে দিন-রাতের টেস্টে থাকছেন কি ধোনি, ফিকে হয়ে যেতে পারেন বিরাট-রোহিতরা
হরভজন মহারাজকে নিয়ে বলেন, 'সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের সেরা অধিনায়ক ছিলেন। দাদার থেকে আমি অনেক কিছু শিখেছি। ভারতীয় দলকে নির্ভয়ে নেতৃত্ব দিতেন সৌরভ। একই সঙ্গে দুরন্ত খেলার পরিচয় দিয়েছেন তিনি। তাই বোর্ড সভাপতি হিসাবে আগামী দিনে ভারতীয় ক্রিকেটকে আরও ওপরে নিয়ে যাবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেটে একটা নতুন নজির গড়তে চলেছেন দাদা। মহারাজের কীর্তির ফল আজ আমরা ভারতীয় ক্রিকেটে দেখতে পাই। ধোনি ও কোহলি সেটাকেই এগিয়ে নিয়ে যাচ্ছে। দাদার কোয়ালিটি নিয়ে কোনও প্রশ্ন তোলাই উচিত নয়। তবে আগামী দিনে সৌরভ বোর্ড সভাপতি হিসাবে একটা ছাপ ফেলতে চলেছেন। আর সেটার অপেক্ষায় আমরা সবাই আছি।'
আরও পড়ুন, ভারতের সিরিজ জয়ের বাঁধা ঘূর্ণিঝড় মাহা, ম্যাচ ঘিরে অশনি সংকেত
একই সঙ্গে ভারতীয় দলের বর্তমান পরিস্থিতি নিয়ে ভাজ্জি আরও বলেন, 'ভারতীয় ক্রিকেট দল এখন দারুণ ভাবে এগিয়ে চলেছে। আগামী দিনে আরও ভালো করবে। তরুণ অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে দারুণ খেলেছে ভারত। একই সঙ্গে বেশ কিছু ভালো টুর্নামেন্টেও জিতেছে ভারতীয় দল। একই সঙ্গে দলের তরুণ ক্রিকেটাররা নিজেদের তুলে ধরার জন্য আলাদা ভাবে একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই এখন সেটা নিয়ে ভাবার কোনও বিষয় নেই। ভারতীয় দলের ভবিষ্যত উজ্জ্বল।'