সংক্ষিপ্ত

বৃহস্পতিবার, টি২০ বিশ্বকাপ ২০২১-এ (T20 World Cup 2021) শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে টসে জিতে আগে বল করছে অস্ট্রেলিয়া (Australia)। জেনে নিন দুই দলের প্রথম একাদশ (Playing Eleven)। 
 

বৃহস্পতিবার, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে  টি২০ বিশ্বকাপ ২০২১-এর (T20 World Cup 2021) সুপার ১২-র ম্যাচে শ্রীলঙ্কার (Sri Lanka) বিরুদ্ধে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া (Australia)। অধিনায়ক অধিনায়ক অ্যারন ফিঞ্চ (Aaron Finch) জানালেন, উইকেট খুব ভাল বলে মনে করছেন তারা। কাজেই ২০ ওভার পর খুব বেশি পরিবর্তন হবে না। শুরুতে শ্রীলঙ্কাকে কম রানে বেঁধে রাখার চেষ্টা করবেন তারা। তারপর সেই রানটা সফলভাবে তাড়া করাই লক্ষ্য। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সব বোলাররাই ভালো পারফরম্যান্স করেছিলেন। তাই তাদের উপরই ভরসা রাখছেন। 

অন্যদিকে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনকা (Dasun Shanaka) বললেন, টসে জিতলে তাঁরাও আগে বোলিং করতেন। তবে টসের ফল যা হবে, তা মেনে নিতেই হবে। তিনি আরও বলেছেন, তাঁদের ক্রিকেটারদের নিজেদের মান অনুযায়ী খেলতে হবে। তার জন্য তারা প্রস্তুত। 

"

এদিন অস্ট্রেলিয়ার প্রথম একাদশ অপরিবর্তিতই রয়েছে। তবে শ্রীলঙ্কা দলের প্রথম একাদশে একটি পরিবর্তন হয়েছে। মহেশ থিকশানা সুস্থ হয়ে গিয়েছেন। ফলে তিনি খেলছেন ফার্নান্দোর বদলে।

আরও পড়ুন - T20 WC 2021, AUS v SL - বিশ্বকাপে ক্যাঙারুর মুখে সিংহ, জেনেন নিন ফর্ম, পরিসংখ্যান, সম্ভাব্য একাদশ

আরও পড়ুন - ATK Mohun Bagan - সবুজ-মেরুণের সব পদ ছেড়ে দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়, আইপিএল'ই হল কাল

আরও পড়ুন - T20 WC 2021 - নিজের দেশেই লাইভ টিভিতে অপমানিত শোয়েব আখতার, বের করে দেওয়া হল সেট থেকে, দেখুন 

দেখে নেওয়া যাক এদিনের দুই দলের প্রথম একাদশ - 

অস্ট্রেলিয়া - ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

শ্রীলঙ্কা -  কুশল পেরেরা (উইকেটরক্ষক), পথুম নিসঙ্কা, চরিথ আসালাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ভানুকা রাজাপক্ষে, দাসুন শনকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, লাহিরু কুমারা, মহেশ থিকসানা।

দুই দলই তাদের বিশ্বকাপের প্রথম ম্য়াচে জয়ী হয়েছে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়েছে। আর বাংলাদেশের বিরুদ্ধে ১৭২ রানের বড় লক্ষ্যমাত্রা তাড়া করে জিতেছে শ্রীলঙ্কা। পরপর তিন ম্য়াচ জিতে দরুণ ছন্দে রয়েছে দাসুন শনকার দল। এই ম্যাচ যারাই জিতবে, ১ নম্বর গ্রুপ থেকে নকআউট পর্বে স্থান করে নেওয়ার দিকে অনেকটাই এগিয়ে যাবে। 

প্রস্তুতি ম্যাচেই অস্ট্রেলিয় ব্যাটাররা ১৫০-র বেশি রান তুলেছিল। তবে তাতে অবদান ছিল স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল এবং মার্কাস স্টইনিসেরই। ডেভিড ওয়ার্নারও এখনও ফর্মে ফেরেননি। অ্যারন ফিঞ্চও বড় রান পাননি। অজি দলের বোলিং বিভাগ অবশ্য খুবই ভাল ফর্মে রয়েছে। এখনও পর্যন্ত খেলা ৩টি ম্যাচে তারা ১৮টি উইকেট শিকার করেছেন। 

অন্যদিকে শ্রীলঙ্কার চরিথ আসালাঙ্কা আগের ম্যাচেই একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন। ভানুকা রাজাপক্ষেও দলের ব্যাটিংকে ভাল সমর্থন দিচ্ছেন। অস্ট্রেলিয়ার মতোই শ্রীলঙ্কারও চিন্তা ওপেনার। কুশল পেরেরা এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ৪টি ইনিংস খেলেছেন, ৩টিতেই ২০-র বেশি রান করতে পারেননি। পথুম নিসঙ্কার ব্য়াটেও এখনও রান নেই। শ্রীলঙ্কার বোলিং বিভাগ অবশ্য ভালো খেলছে। 

YouTube video player