সংক্ষিপ্ত
- হবু বোর্ড সভাপতিকে শুভেচ্ছা যুবরাজ সিংয়ের
- শুভেচ্ছা জানানোর পাশাপাশি হতাশ যুবি
- পাল্টা টুইটে ধন্যবাদ সৌরভের
- বোর্ড সভাপতির পদে লম্বা সময় সৌরভকে চাইছেন গম্ভীর
সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি হওয়ার পর থেকেই অনেক শুভেচ্ছা বার্তা পেয়েছেন। কিন্তু টিম ইন্ডিয়ার সতীর্থদের শুভেচ্ছা মহারাজের কাছে একটু হলেও বাড়তি আবেগের। সচিন, শেহওয়াগ,লক্ষণ, হরভজনদের পর এবার দাদাকে শুভেচ্ছা জানালেন সৌরভের হাত ধরেই ভারতীয় ক্রিকেটে উঠে আসা এক নক্ষত্র। তিনি যুবরাজ সিং। তবে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মজার ছলে যুবরাজ নিজের আফসোসটাও জানিয়ে রাখলেন। যুবরাজকে ধন্যবাদ জানিয়েছেন মহারাজও।
আরও পড়ুন - ফের অনবদ্য শতরান রোহিতের, ভাঙলেন টেস্ট সিরিজে ছয় মারার রেকর্ডও
শুক্রবার রাতে সৌরভকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন যুবরাজ। লেখেন এবার একজন খেলোয়াড়ের চোখ থেকে অ্যাডমিনিস্ট্রেশনকে দেখা যাবে। তবে শুভেচ্ছা টুইটের পাশাপাশি যুবরাজের গলা থেকে ঝড়ে পড়ল আক্ষেপ। কিছু দিন আগেই ভারতীয় ক্রিকেটে ইয়ো ইয়ো টেস্ট ও তার পরবর্তী ধাপে দল থেকে বাদ পরা নিয়ে কোহলি ও শাস্ত্রীকে নাম না করে একহাত নিয়েছিলন যুবরাজ। তাই যুবি তাঁর প্রিয় দাদিকে বলছেন,‘ভারতীয় ক্রিকেটে ইয়ো ইয়ো টেস্টের সময় তুমি যদি বোর্ড সভাপতি থাকতে...
যুবরাজের এই টুইটে ধন্যবাদ নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। দেশের জন্য যুবরাজের বিশ্বকাপ জয়ের কথা মনে করিয়ে সৌরভ লিখছেন, ‘তুমি আমার সুপার স্টার, গড ব্লেস ইউ।’
আরও পড়ুন - রবি শাস্ত্রী নিয়ে প্রশ্ন উঠতেই সৌরভের কৌতুক মেশানো জবাব, ভাইরাল সেই উক্তি
সৌরভকে বোর্ড সভাপতির আসনে দেখে ভারতীয় ক্রিকেটের একটা বড় অংশ আশার আলো দেখছে। গত প্রায় তিন বছর ধরে ভারতীয় ক্রিকেটে প্রশাসনিক দিক থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। ঠিক যেমনটা হয়েছিল বেটিং কান্ডের টালমাটাল অবস্থার সময়, সৌরভ সেবার অধিনায়কের আসনে বসে ভারতীয় ক্রিকেটকে পৌছে দিয়েছিলেন অন্য উচ্চতায়। এবার প্রশাসক সৌরভও তেমটাই করে দেখাবেন আশা সবারই। কিন্তু সময় যে মাত্র দশ মাস। সেটাই ভাবাচ্ছে আরেক প্রাক্তন গৌতম গম্ভীরকে। গৌতির মতে এত কম সময়ের জন্য নয়, সৌরভকে বোর্ড সভাপতির আসনে আরও বেশি সময়ের জন্য বসতে হবে। সিএবি সভাপতি সৌরভ যেভাবে ইডেন ও বাংলা ক্রিকেটের ভওল বদলে দিয়েছেন, সেটা মনে করিয়ে দিয়ে গম্ভীরের আশা প্রশাসনিক দিক থেকে এবার এমনই চমক অপেক্ষা করছে ভারতীয় ক্রিকেট।
আরও পড়ুন - টস করতে দুই অধিনায়ক নিয়ে নামল দক্ষিণ আফ্রিকা, রাঁচি টেস্টের শুরুতেই চমক