শাহের বঙ্গসফর অনিশ্চিত। ২ এবং ৩ মার্চের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যায়বতীয় কর্মসূচি অনিশ্চয়তার মুখে। ২ মার্চ মঙ্গলবার রাজ্য সফরে না এলে, পরবর্তীতে তিনি কবে আসবেন, সে বিষয়ে এখনও দিল্লির তরফে কোনও তথ্য মেলেনি। এই বিষয়ে এইমুহূর্তে বৈঠক চলছে বলে জানিয়েছেন বিজেপি নেতা প্রতাপ বন্দ্য়োপাধ্যায়। ওদিকে ব্রিগেডে সভার পর আব্বাস বলেন, সোনিয়া গান্ধির সঙ্গে কথা হয়েছে। বাংলার শুধু একজনের জন্য জোটের আসন মেলেনি বলে নাম না করে অধীরকে নিশানা করেন তিনি। এরপরেই সাংবাদিকদের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরি জানালেন, বামেরা নিমন্ত্রন করেছিল, তাই ব্রিগেড গিয়েছিলাম। আইএসএফের সঙ্গে আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের কোনও আলোচনা হয়নি।' বামেদের সঙ্গে এখনও আলোচনা বাকি, তা পেরিয়ে আরও কারও কথা উঠছেই না বলে আব্বাস ইস্যুতে জল ঢাললেন অধীর।