বৃহস্পতিবার ময়দানে মুখোমুখি ফের মমতা-নাড্ডা। রাজ্যে চতুর্থ দফার ভোটের আগে বৃহস্পতিবারই প্রচারের শেষ দিন। এদিন ফের রাজ্যে সফরে এসে উত্তরবঙ্গে সভা করবেন জেপি নাড্ডা। পাশাপাশি এদিন একাধিক সভা রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়েরও। অপরদিকে, এদিন বাংলা সফরে প্রচারের ঝড় তুলতে ফের আসছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তারও একাধিক কর্মসূচি রয়েছে এদিন।