সংক্ষিপ্ত
ঐশ্বরিয়া রাই বচ্চন মণি রত্নমের পনিয়িন সেলভান-পার্ট ১ দিয়ে পর্দায় ফিরতে প্রস্তুত৷ ছবিটির প্রথম টিজার মুক্তি পাবে ৮ জুলাই শুক্রবার।
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন দীর্ঘ চার বছর বিরতির পর মণি রত্নমের 'পনিয়িন সেলভান-পার্ট ১' অর্থাৎ ' পি এস -১' দিয়ে রূপালী পর্দায় ফিরতে প্রস্তুত। সম্প্রতি ছবিটির ঐশ্বরিয়া রাইয়ের ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে, যাতে রানি নন্দিনীর লুকে অভিনেত্রীকে খুব সুন্দর লাগছিল। এখন, ফিল্মের হিন্দি টিজারটি ৮ জুলাই, শুক্রবার মুক্তির পাওয়ার কথা রয়েছে এবং এটি ডিজিটালভাবে ঐশ্বরিয়ার শ্বশুর মেগাস্টার অমিতাভ বচ্চন ছাড়া প্রকাশ করবেন।
ঐশ্বরিয়া রাই বচ্চন মণি রত্নমের পনিয়িন সেলভান-পার্ট ১ দিয়ে পর্দায় ফিরতে প্রস্তুত৷ ছবিটির প্রথম টিজার মুক্তি পাবে ৮ জুলাই শুক্রবার।
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন দীর্ঘ চার বছর বিরতির পর মণি রত্নমের 'পনিয়িন সেলভান-পার্ট ১' অর্থাৎ ' পি এস -১' দিয়ে রূপালী পর্দায় ফিরতে প্রস্তুত। সম্প্রতি ছবিটির ঐশ্বরিয়া রাইয়ের ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে, যাতে রানি নন্দিনীর লুকে অভিনেত্রীকে খুব সুন্দর লাগছিল। এখন, ফিল্মের হিন্দি টিজারটি ৮ জুলাই, শুক্রবার মুক্তির পাওয়ার কথা রয়েছে এবং এটি ডিজিটালভাবে ঐশ্বরিয়ার শ্বশুর মেগাস্টার অমিতাভ বচ্চন ছাড়া প্রকাশ করবেন।
নির্মাতারা সোশ্যাল মিডিয়ায় পোস্টটি শেয়ার করে জানিয়েছেন যে ছবিটির হিন্দি টিজার ৮ জুলাই শুক্রবার মুক্তি পাবে। ঐশ্বরিয়া রাই বচ্চনের শ্বশুর, মেগাস্টার অমিতাভ বচ্চন, ৮ জুলাই সন্ধ্যা ৬ টায় ডিজিটালভাবে টিজারটি প্রকাশ করবেন। এটি একটি প্যান-ইন্ডিয়া রিলিজ, যা ৩০ সেপ্টেম্বর তামিল, হিন্দি, তেলেগু, কন্নড় এবং মালায়ালম ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি প্রযোজনা করেছে মাদ্রাজ টকিজ ও লাইকা প্রোডাকশন এবং সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান।
পনিয়ান সেলভান পার্ট ১ (পিএস ১) হল একটি এপিক ড্রামা ফিল্ম যা ১৯৯৫ সালের কল্কি কৃষ্ণমূর্তি রচিত পোন্নিয়ান সেলভান উপন্যাস অবলম্বনে নির্মিত। বইটির পাঁচটি অংশ রয়েছে এবং এটি তামিল ভাষার রচিত অন্যতম সেরা উপন্যাস হিসেবে বিবেচিত। এই ছবিটি তৈরি করতে ৫০০ কোটি টাকা খরচ হয়েছে বলে জানা গিয়েছে। এটি হবে ভারতীয় সিনেমার অন্যতম ব্যয়বহুল ছবি। পনিয়ন সেলভান পার্ট ১(পিএস ১) এর একটি মেগা স্টার কাস্ট রয়েছে যার মধ্যে বিক্রম, কার্তি, ঐশ্বর্য রাই বচ্চন, জয়ম রবি এবং শোভিতা ধুলিপালা, অন্যান্যদের এই ছবিতে দেখা যাবে৷ 'নন্দিনী' ছাড়াও ছবিতে 'মন্দাকিনী দেবী' চরিত্রে দেখা যাবে ঐশ্বরিয়া রাই বচ্চনকে। ছবিতে 'আদিত্য করিকালান' এবং কার্তি 'ভান্থিয়াথেভান' চরিত্রে অভিনয় করতে চলেছেন বিক্রম। ভক্তরাও ছবিটি নিয়ে বেশ কৌতূহলী।
আরও পড়ুনঃ
৫০তম জন্মদিন সেলিব্রেশনে লন্ডনের রাস্তায় উদ্দাম নাচ সৌরভের, দেখুন ভাইরাল ভিডিও
'ছোট্ট মালতী মেরী আশ্চার্যজনক', প্রিয়াঙ্কার মেয়েকে নিয়ে গর্বিত বাবা নিক জোনস
জানেন কী রণবীর কাপুরের দ্বিতীয় স্ত্রী আলিয়া ভাট? জেনে নিন প্রথম ভালবাসার নাম
প্রসঙ্গত ঐশ্বর্যকে শেষবার বড়পর্দায় দেখা গিয়েছিল ২০১৮ সালে ফ্যানি খান - এ। ২০১৯ সালেই কাজ শুরু হয়েছিল পনিয়ান সেলভানের। কিন্তু করোনা পরিস্থিতির কারনে শ্যুটিং বন্ধ রাখতে হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে ফের কাজ শুরু হয়। অবশেষে ২০২২ সালে ছবিটি মুক্তি পাবে। এর আগে ২০১০ সালে মনিরত্নমের পরিচালিত রাবণ ছবিতে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া এবং অভিষেক।