ঘরের জিনিসপত্র এলোমেলো হওয়া, টবের মাটি ছড়িয়ে পড়া, শরীরে আঁচড়ের দাগ এ কী হয়েছে অভিনেতা রণজয়ের?

অভিনেতা রণজয় বিষ্ণু, যিনি বর্তমানে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে নিয়মিত দেখা যাচ্ছেন, সম্প্রতি এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। গত এক মাস ধরে তিনি নানা ভৌতিক ঘটনার শিকার হচ্ছেন। যদিও বাড়ির দরজা-জানলা সবসময় বন্ধ থাকে, তবুও ঘরের জিনিসপত্র এলোমেলো হয়ে যাচ্ছে, টবের মাটি ছড়িয়ে পড়ছে, এমনকি তাঁর শরীরেও আঁচড়ের দাগ দেখা যাচ্ছে। এসব ঘটনার কোনও যুক্তিসঙ্গত ব্যাখ্যা এখনও তিনি খুঁজে পাননি। তবে এবার তিনি এই ভয়ংকর অভিজ্ঞতাগুলো ক্যামেরায় ধারণ করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।

শনিবার রণজয় বিষ্ণু একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে তাঁর ঘরের ভয়াবহ অবস্থা। কাচ ভেঙে ছড়িয়ে রয়েছে পুরো ঘরে, গাছের ডালপালা ভেঙে পড়ে আছে, আর টবের মাটি ছড়িয়ে রয়েছে বেডরুমের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এমনকি তাঁর নিজের একটি ছবি পর্যন্ত মেঝেতে পড়ে থাকতে দেখা গেছে।

রণজয় জানিয়েছেন, তিনি প্রতিবারই বাড়ি থেকে বের হওয়ার আগে সব দরজা-জানলা ভালোভাবে বন্ধ করে যান। কিছু গাছ ঘরের মধ্যে তুলে রেখেছিলেন, কিন্তু এবার মনে হলো পুরো ঘটনাটা ভিডিও করে রাখা দরকার। তাঁর কথায়, “কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। কোনও যুক্তিসঙ্গত কারণ নেই এসব ঘটনার। সবকিছু বন্ধ করেও বাইরে যাই, তাও ফিরে এসে দেখি টব পড়ে আছে, আমার ছবি পড়ে আছে।”

এখানেই কিন্তু ঘটনা শেষ নয়—এর পরেও আরও কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

রণজয় বিষ্ণুর অভিজ্ঞতা যেন একেবারে রোমহর্ষক কাহিনির মতো। শুধু ঘরের জিনিসপত্র লন্ডভন্ড হওয়াই নয়, শারীরিকভাবেও তিনি ভুগছেন। অভিনেতা জানিয়েছেন, মাঝেমধ্যে ঘুম থেকে উঠে দেখেন হাতে কাটা দাগ, আঁচড়ের চিহ্ন, এমনকি কখনও পা নাড়াতেও পারেন না। এসব ঘটনার কোনও ব্যাখ্যা তিনি খুঁজে পাচ্ছেন না। তাঁর কথায়, এই অদ্ভুত অভিজ্ঞতাগুলো গত তিন-চার মাস ধরেই চলছে।

সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে রণজয় লিখেছেন, “কোনো ক্লু নেই! ঘরের দরজা-জানলা সব বন্ধ, হাওয়া ঢোকারও উপায় নেই, তবুও মনে হচ্ছে যেন দমকা হাওয়ায় সব কিছু উড়িয়ে নিয়ে গেছে। অদ্ভুত!”

View post on Instagram

এই ভিডিও দেখে নেটিজেনরাও হতবাক। অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন, কেউ কেউ আবার তাঁকে সাহস জোগাতে হনুমান চালিশা পাঠ করার পরামর্শ দিয়েছেন। কারও মন্তব্য, “এ তো একেবারে ভৌতিক কাণ্ড!”