অভিনেতা-অভিনেত্রীদের ব্যক্তিগত জীবনের অজানা গল্প নিয়ে হাজির হচ্ছেন রণিতা দাস এবং অরিন্দ্য বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় ফিরছেন রণিতা…

নায়ক-নায়িকাদের ব্যক্তিগত জীবন নিয়ে দর্শকদের কৌতূহল চিরকালীন। পর্দায় তাঁদের অভিনয়ের চেয়ে পর্দার আড়ালে কী করছেন, কার সঙ্গে সময় কাটাচ্ছেন—তা জানার আগ্রহ অনেক বেশি। শুটিংয়ের ফাঁকে কে কাকে নিয়ে মজা করলেন, কে সবচেয়ে বড় খাদ্যরসিক, আবার কার মেজাজ সামান্য কিছুতেই বিগড়ে যায়—এসব নিয়েই দর্শকদের আগ্রহ তুঙ্গে।

এই বার পর্দার আড়ালের নানা অজানা গল্প শোনাতে আসছেন রণিতা দাস, সঙ্গে থাকছেন অরিন্দ্য বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই নতুন অনুষ্ঠানের কিছু ঝলক সামনে এসেছে। বহু দিন পর রণিতাকে টেলিভিশনের পর্দায় দেখে দর্শকরা দারুণ উচ্ছ্বসিত। রণিতাও এই নতুন অভিজ্ঞতা নিয়ে বেশ আনন্দিত। তিনি বলেন, “এই ধরনের কাজ আগে কখনও করিনি। একেবারেই আ

অনেক দিন ধরেই দর্শকদের মনে প্রশ্ন ছিল—কবে ফিরবেন রণিতা দাস ছোট পর্দায়? আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন ফেরার। আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “এখনই কিছু বলা যাবে না, সব কিছু সময়ের সঙ্গে সঙ্গে জানা যাবে।”

তবে কেউই ভাবেননি যে আবারও তাঁকে ‘বাহা’র চরিত্রে দেখা যাবে। যদিও এবার কোনও কল্পকাহিনি নয়—নায়ক-নায়িকাদের ব্যক্তিগত জীবনের নানা অজানা দিক তুলে ধরবেন তিনি দর্শকদের সামনে। ১১ মে থেকে স্টার জলসায় শুরু হয়েছে এই নতুন অনুষ্ঠান।