Bengali Serial: রাণী রাসমণির সাফল্যের পর, জি বাংলা এবার নিয়ে আসছে রাণী ভবানীর অজানা কাহিনী। এই নতুন মেগা ধারাবাহিকটিতে কোন তারকারা অভিনয় করবেন এবং কেমন হবে এর কাহিনী, তা নিয়ে দর্শকমহলে জল্পনা-কল্পনার শেষ নেই।
Bengali Serial: রাণী রাসমণির কাহিনি এর আগে উঠে এসেছে টিভির পর্দায়। তৈরি করেছে জি বাংলা। তৈরি করেছিল সিরিয়াল। যার টিআরপি এক সময় ছিল শীর্ষে। এবার রাণী রাসমণির পর আসছে আরও এক রাণীর কাহিনি। এবারও এক অজানা গল্প বলবে জি বাংলা।
রাণী রাসমণির বিষয় মোটমুটি সকলের জানা। তাঁর জীবনী নিয়ে নানান বই আছে। তবে, রাণী রাসমণির (Rani Rashmoni) গল্প যেভাবে জি বাংলার সিরিয়ালে ফুটে উঠেছিল তা ছিল একেবারে আলাদা। যা সকলের মন ছুঁয়ে যায় সে সময়। তেমনই দর্শকদের পছন্দের সেরা মেগা সিরিয়াল ছিল সেটি। এবার আসছে আরও এক রাণীর কাহিনি।
সোমবার জি বাংলার পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যুদ্ধের আবহ। সেই ছবির প্রেক্ষাপটে একটি লেখা ফুটে উঠছে। সেখানে লেখা, রাণী রাসমণির পর, বাংলার অন্য এক মহীয়সী নারীর গল্প এবার জি বাংলায়। আসছে রাণী ভবানী।
এই ভিডিও প্রকাশ্যে আসতেই সকলের মনে নানান প্রশ্ন দানা বেঁধেছে। রাণী ভবানীর (Rani Bhabani) ভূমিকায় কে অভিনয় করবেন? সিরিয়ালে (Serials) আর কোন কোন তারকাকে দেখা যাবে কিংবা সিরিয়ালে ঠিক কোন সময়ের গল্প ফুটে উঠবে তা নিয়ে জেগেছে প্রশ্ন। রাণী ভবানীর (Rani Bhabani) চরিত্রে কে অভিনয় করবে তা নিয়ে অনেকেই মন্তব্য করেন। রাণী ভবানীর চরিত্রে অনেকেই তিয়াশা লেপচাকে দেখতে চেয়েছেন। একজন লেখেন, ‘তিয়াশা দিদিভাই ছাড়া রাণী ভবানী অসম্পূর্ণ।’
আবার অনেকে দেখতে চেয়েছেন অঙ্কিতা মল্লিককে। দাপটে দুর্গা আর জগদ্ধাত্রী চরিত্রে তিনি ইতিমধ্যে সকলের নজর কেড়েছেন। তাই তাঁকে দেখতে চান অনেকেই। এমন কথা উল্লেখ করেছেন সোশ্যাল মিডিয়ায়।
আবার একজন লেখেন, ‘রাণি ভবানী (Rani Bhabani) আনার সিদ্ধান্ত নিয়ে খুব ভালো কাজ করলেন। অনেক দিনের ইচ্ছে ছিল রাণি ভবানীর ওপর আলাদা একটা সিরিয়াল হোক। ভালো স্লট ভালো প্রোডাকশন এবং ভালো কাস্টদের নিয়ে তবেই আসবে। রাণি রাসমণির মতো হবে।’ আবার একজন লেখেন, ‘অনেকদিন পর দেখার মতো কোনও সিরিয়াল আসতে চলেছে, খুব খুশি। খুব ভালো অভিনেত্রীকে নেবেন প্লিজ। নতুন মুখ হলেও অসুবিধা নেই।’
সব মিলিয়ে আসছে নতুন কাহিনি। শীঘ্রই শুরু হবে এক মহীয়সী নারীর গল্প। জি বাংলায় (Zee Bangla) দেখা যাবে এই সিরিয়াল। তবে, এই চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি। এই নিয়ে দানা বাঁধছে রহস্য।


