এই সপ্তাহেও টিআরপি তালকার শীর্ষে 'পরিণীতা'! কোন ধারাবাহিক একেবারে পিছিয়ে পড়েছে জানেন?
টানা এক মাস টিআরপি তালিকার শীর্ষে রয়েছে 'পরিণীতা' ধারাবাহিকটি। টানা এক মাস ধরে টিআরপি তালিকার শীর্ষে রয়েছে এই ধারাবাহিক। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের রেটিং আরও কিছুটা বেড়েছে এই ধারাবাহিকের। এই সপ্তাহে ৮.১ পেয়েছে 'পরিণীতা'।
গত সপ্তাহে দ্বিতীয় স্থানে 'কথা' থাকলেও এই সপ্তাহে দ্বিতীয় স্থান হারিয়েছে এই ধারাবাহিক। এই সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে 'ফুলকি' ধারাবাহিকটি। এর প্রাপ্ত নম্বর ৭.৫। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে 'কথা' ধারাবাহিকটি। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.২। চতুর্থ স্থানে রয়েছে দুই ধারাবাহিক 'গীতা এলএলবি' ও ‘কোন গোপনে মন ভেসেছে’। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর হল ৭.০।
পঞ্চম স্থানে রয়েছে অঙ্কিতা মল্লিক অভিনীত ধারাবাহিক 'জগদ্ধাত্রী'। এই ধারাবাহিকের প্রাপ্ত ন্মবর ৬.৯। এরপরেই রয়েছে রাঙামতি তিরন্দাজ। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৫।
টিআরপি তালিকায় এরপরে রয়েছে আদৃত রায় ও পারিজাতের ধারাবাহিক "মিত্তির বাড়ি"। গত সপ্তাহের তুলনায় বেশ কিছুটা বেড়েছে এই ধারাবাহিকের নম্বর। এর প্রাপ্ত নম্বর ৬.০। এ ছাড়াও অষ্টম স্থানে রয়েছে 'উড়ান' ধারাবাহিকটি। এই ধারাবাহিক পেয়েছে ৫.৮ নম্বর। নবম স্থান পেয়েছে ‘আনন্দী’। এর প্রাপ্ত নম্বর ৫.৫। দশম স্থানে রয়েছে ‘গৃহপ্রবেশ’ নামের ধরাবাহিকটি।
