সংক্ষিপ্ত
অনলাইন প্রতারণার ফাঁদে রণজয় বিষ্ণু! ভিডিও করে যা বললেন দেখে রীতিমতো হতবাক নেটিজেনরা
ফের অনলাইন ডেলিভারির নামে প্রতারণায় টাকা খোয়ালেন রণজয় বিষ্ণু। এর আগেও এমনই একটা ভিডিও করেছিলেন অভিনেতা। ফের সকলকে সতর্ক করলেন রণজয়। "কোন গোপনে মন ভেসেছে" ধারাবাহিকের অনিকেত নামেই বেশি পরিচিত রণজয়।
মেকআপ রুম থেকে করা একটা ভিডিওতে রণজয় জানিয়েছেন, অনলাইনে ইদানিং সবাই কেনাকাটা করেন। কিন্তু এই অনলাইনে কেনা করতে গিয়েই তাঁকে বিপত্তির মুখে পড়তে হয় নায়ককে। স্মার্ট ফোন, ফ্রি ইন্টারনেটের জন্য অনলাইন শপিংয়েই অভ্যস্থ সকলে। তাই এইক্ষেত্রে জালিয়াতির কবলে পড়াটাও অত্যন্ত সহজ।
এআই-এর যুগে শপিং করতে গিয়েই বিপত্তির মুখে পড়তে হয়েছে অভনিতাকে। দেখুন কী হয়েছে অভিনেতার সঙ্গে-
ভিডিওটি করে ক্যাপশনে তিনি লিখেছেন, " নতুন স্ক্যাম অ্যালার্ট...! !পার্সেল আশবে আপনি খুলবেন ব্যাস টাকা দিতে হবে।
আপনি অর্ডার টা খোলা না পর্যন্ত বুঝতেই পারবেন না যে এটা শুধু সোশ্যাল মিডিয়ায় দেখার ভুল… তাই সাবধান..."