TRP Rating: এই সপ্তাহের টিআরপি তালিকায় শীর্ষে রয়েছে জগদ্ধাত্রী, প্রাপ্ত নম্বর ৭.১। দ্বিতীয় স্থানে রয়েছে পরশুরাম আজকের নায়ক এবং ফুলকি, ৬.১ রেটিং নিয়ে। জি বাংলার পরিণীতা তৃতীয় স্থানে রয়েছে।

TRP Rating: টিআরপি -র তালিকা পাওয়ার অপেক্ষায় থাকেন অনেকেই। সারা সপ্তাহ জুড়ে কোন সিরিয়াল দর্শকদের মন কাড়ল তা জানতে কে না চায়। সেই তালিকা দেখার জন্য অধীর আগ্রহে থাকেন সকলে। আর এই টিআরপি -র তালিকার নিরিখেই ভাগ্য নির্ধারিত হয় তারকাদের। সে সিরিয়াল পিছিয়ে থাকে, তাদের শুরু হয় কঠিন লড়াই। তেমনই যারা টিআরপি -র তালিকার শুরুর দিকে থাকে, তাদের মধ্যে চলে প্রথম স্থান দখলের লড়াই। গত কয়েক মাস ধরে টিআরপি -র তালিকায় নিজের জায়গা পাকা করে নিয়েছিল পরিণীতা। তবে গত কয়েক সপ্তাহ ধরে সেই সাফল্যে ভাটা পড়েছে। এবার টিআরপি -র তালিকায় শীর্ষে রয়েছে জগদ্ধাত্রী। প্রাপ্ত নম্বর ৭.১। গত সপ্তাহ-তেও এই একই নম্বর পেয়েছিল সিরিয়ালটি।

এবার দ্বিতীয় স্থান আছে পরশুরাম আজকের নায়ক। স্টার জলসার এই সিরিয়ালের এই সপ্তাহের রেটিং ৬.১। গত সপ্তাহে রেটিং ছিল ৬২।

দ্বিতীয় স্থান আছে আরও একটি সিরিয়াল ফুলকি। স্টার জলসার এই সিরিয়ালের এই সপ্তাহের রেটিং ৬.১। গত সপ্তাহে রেটিং ছিল ৬.৫।

তৃতীয় স্থান আছে পরিণীতা। জি বাংলার এই সিরিয়ালের এই সপ্তাহের রেটিং ৬.০। গত সপ্তাহে রেটিং ছিল ৬.৬।

চতুর্থ স্থান আছে রাঙামতী তিরন্দাজ। স্টার জলসার এই সিরিয়ালের এই সপ্তাহের রেটিং ৫.৬। গত সপ্তাহে রেটিং ছিল ৬.০।

পঞ্চম স্থান আছে চিরদিনই তুমি যে আমার। জি বাংলার এই সিরিয়ালের এই সপ্তাহের রেটিং ৫.৪। গত সপ্তাহে রেটিং ছিল ৫.৪।

ষষ্ঠ স্থানে আছে সাহেব সুস্মিতার ধারাবাহিক কথা। এই সিরিয়ালের প্রাপ্ত রেটিং ৫.১। সপ্তম স্থানে আছে সিরিয়াল গৃহপ্রবেশ। এই সিরিয়ালের প্রাপ্ত রেটিং ৫। অষ্টম স্থানে আছে গীতা এলএলবি এবং চিরসখা। এই সিরিয়ালের প্রাপ্ত রেটিং ৪.৬। অষ্টম স্থানে আরও একটি সিরিয়াল আছে। তার নাম অনুরাগের ছোঁয়া। নবম স্থানে আছে কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালটি। আর দশম স্থানে আছে মিত্তির বাড়ি।

সব মিলিয়ে জমজমাট অবস্থা বাংলার সিরিয়ালের। এবারও সেই শীর্ষে আছে জগদ্ধাত্রী। আর শেষ স্থানে মিত্তির বাড়ি। প্রতি মুহূর্তে সাফল্যের আশায় কঠিন পরিশ্রম করে চলেছে। কলাকুশলীরা কঠিন পরিশ্রম করে চলেছেন। তেমনই ডিরেক্টর থেকে স্ক্রিপ্ট রাইটার সকল পরিশ্রম করে চলেছে। সব মিলিয়ে এই সপ্তাহে জয় পেল জগদ্ধাত্রী।