সংক্ষিপ্ত
প্রকাশ্যে এল টিআরপি রিপোর্ট। সারা সপ্তাহ শেষে কোন সিরিয়াল টিআরপি-র রেটিং-র তালিকায় কোন স্থান পেল জানা গেল সে তথ্য। গতবারের মতো এবারও প্রথম স্থানে গীতা এল এল বি। এসময় জি বাংলার সেরা স্থান ধরে রাখা ফুলকি পিছিয়ে গেল। সে পেল তৃতীয় স্থান। তেমনই দু নম্বরে স্থান পেল জি বাংলার পরিণীতা।
সিরিয়ালের সাফল্যের ক্ষেত্রে এই টিআরপি-র ভূমিকা বিস্তর। টিআরপি-র রেটিং ঠিক না হলে বিপত্তি। সেক্ষেত্রে বন্ধ হয়ে যাচ্ছে সিরিয়াল। দেখে নিন শেষ সপ্তাহে কোন সিরিয়াল পেল কোন স্থান।
প্রথম স্থান পেয়েছে গীতা এল এলবি। এই সিরিয়ালের টিআরপি-র রেটিং ৭.৯।
দ্বিতীয় স্থান পেয়েছে পরিণীতা। এই সিরিয়ালের টিআরপি-র রেটিং ৭.৮।
তৃতীয় স্থান পেয়েছে ফুলকি। এই সিরিয়ালের টিআরপি-র রেটিং ৭.৭।
চতুর্থ স্থান পেয়েছে কথা। এই সিরিয়ালের টিআরপি-র রেটিং ৭.৩।
পঞ্চম স্থান পেয়েছে জগদ্ধাত্রী। এই সিরিয়ালের টিআরপি-র রেটিং ৭.২।
ষষ্ঠ স্থান পেয়েছে গীতা উড়ান। এই সিরিয়ালের টিআরপি-র রেটিং ৬.৯।
সপ্তম স্থান পেয়েছে রাঙামতি তীরন্দাজ এবং কোন গোপনে মন ভেসেছে। এই সিরিয়ালের টিআরপি-র রেটিং ৬.৭।
অষ্টম স্থান পেয়েছে গৃহপ্রবেশ। এই সিরিয়ালের টিআরপি-র রেটিং ৬.৩।
নবম স্থান পেয়েছে শুভ বিবাহ। এই সিরিয়ালের টিআরপি-র রেটিং ৫.৮।
দশম স্থান পেয়েছে মিত্তির বাড়ি এবং তেঁতুলপাতা। সিরিয়ালের টিআরপি-র রেটিং ৫.৬।
দর্শকদের মনোরঞ্জনের জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন টুইস্ট। পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগা সম্প্রচারের সময়। আসছে আরও কয়েকটি নতুন ধারাবাহিক। অন্যগিতে শেষ হচ্ছে বেশ কয়টি মেগা। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে টিআরপি-র লড়াইয়ে এগিয়ে গীতা এল এলবি। এই সিরিয়ালের টিআরপি-র রেটিং ৭.৯। তারপর দ্বিতীয় স্থান পেয়েছে পরিণীতা। এই সিরিয়ালের টিআরপি-র রেটিং ৭.৮। তৃতীয় স্থান পেয়েছে ফুলকি। এই সিরিয়ালের টিআরপি-র রেটিং ৭.৭। আর এই তালিকায় শেষ দশম স্থানে মিত্তির বাড়ি এবং তেঁতুলপাতা। সিরিয়ালের টিআরপি-র রেটিং ৫.৬।
গত সপ্তাহে তালিকার প্রথম স্থানে ছিল গীতা। সিরিয়ালের টিআরপি-র রেটিং ছিল ৮.২। দ্বিতীয় স্থানে ছিল ফুলকি। সিরিয়ালের টিআরপি-র রেটিং ছিল ৮.১। তৃতীয় স্থানে ছিল কথা, পরিণীতা। সিরিয়ালের টিআরপি-র রেটিং ছিল ৭.৮। চতুর্থ স্থানে ছিল জগদ্ধাতী। সিরিয়ালের টিআরপি-র রেটিং ছিল ৭.৬। পঞ্চম স্থানে ছিল গৃহপ্রবেশ, রাঙামতি তীরন্দাজ। সিরিয়ালের টিআরপি-র রেটিং ছিল ৬.৯। ষষ্ঠ স্থানে ছিল কোন গোপনে মন ভেসেছে। সিরিয়ালের টিআরপি-র রেটিং ছিল ৬.৮। সপ্তম স্থানে ছিল তেঁতুল পাতা। সিরিয়ালের টিআরপি-র রেটিং ছিল ৬.৪। অষ্টম স্থানে ছিল শুভ বিবাহ। সিরিয়ালের টিআরপি-র রেটিং ছিল ৬.০। নবম স্থানে ছিল আনন্দী। সিরিয়ালের টিআরপি-র রেটিং ছিল ৫.৯। দশম স্থানে ছিল মিত্তির বাড়ি। সিরিয়ালের টিআরপি-র রেটিং ছিল ৫.৭।
এবারের টিআরপি রেটিং-র তালিকায় স্থান পেল না আনন্দী। যা গত সপ্তাহে নবম স্থানে ছিল। তেমনই গীতার উড়ান গত সপ্তাহে টিআরপি রেটিং-র সেরা দশ তালিকায় স্থান পায়নি। কিন্তু এই সপ্তাহে সিরিয়ালটি টিআরপি রেটিং-র ষষ্ঠ স্থান দখল করেছে। এভাবে প্রতি মুহূর্তে চলচে হাড্ডাহাড্ডি লড়াই। একের কর এক সিরিয়াল সেরা হওয়ার লড়াইয়ে কঠিন পরিশ্রম করে চলেছে।