সংক্ষিপ্ত

জেঠু তারাপদ অধিকারীকে হারালেন টলি অভিনেতা। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে দেবের জেঠু তারাপদ অধিকারীর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর

আচমকাই ঘোর অন্ধকার নেমে এল দেবের পরিবারে। স্বজনহারা হলেন সাংসদ অভিনেতা দেব। জেঠু তারাপদ অধিকারীকে হারালেন টলি অভিনেতা। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে দেবের জেঠু তারাপদ অধিকারীর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর। সামনেই 'প্রজাপতি'-র মুক্তি। ছবির প্রচারে এদিক-ওদিক ব্যস্ত রয়েছেন অভিনেতা। তার মধ্যেই অধিকারী পরিবারে দুঃসংবাদ নেমে এসেছে।

জেঠুকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন অভিনেতা। ইতিমধ্যেই জেঠুর শেষকৃত্যে যোগ দিতে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দেব। গতকাল রাতেই মারা গিয়েছেন দেবের জেঠু। মেদিনীপুরের কেশপুরে অভিনেতাদের আদিবাড়ি, সেখানেই থাকতেন তিনি। সেখানে পৌঁছে গিয়েছেন দেবের বাবা গুরুপদ অধিকারী। জেঠুকে হারিয়ে শোকের ছায়া অধিকারী পরিবারে। দেবের বাবা গুরুপদ অধিকারীর মুম্বইতে ক্যাটারিং-এর ব্যবসা রয়েছে। এবং মুম্বইতে আগে থেকেই কাজ করতেন দেবের জেঠু তারাপদ অধিকারী। জেঠুর সূত্র ধরে অভিনেতার সূত্র ধরে মুম্বইতে ক্যাটারিংয়ের ব্যবসার শুরু। কাছের মানুষ জেঠুকে হারিয়ে ভীষণ ভাবে ভেঙে পড়েছেন দেব

গত বৃহস্পতিবারই ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানে দেখা গিয়েছে দেবকে। ইন্দো-ওয়েস্টার্ন পোশাকে অভিনেতাকে দেখা গিয়েছিল। এত আনন্দের মধ্যেও বিষাদের সুর এখন দেবের পরিবারে। দেবের আসন্ন ছবি ‘প্রজাপতি’DE নিয়ে এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন অভিনেতা। ছবিতে দেব ছাড়াও মিঠুন চক্রবর্তী, শ্বেতা ভট্টাচার্য, মমতা শঙ্কর রয়েছেন। এই ছবিও বাবা ও ছেলের সম্পর্কের গল্পকে তুলে ধরবে। অন্যদিকে অভিনেতা-প্রযোজক দেবের 'কাছের মানুষ ' ছবিতেও সকলের মন জয় করেছেন। এই ছবিতেই একফ্রেমে ধরা দিয়েছেন বাংলার দুই সুপারস্টার দেব ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। চলতি বছরের পুজোর সময়েই মুক্তি পেয়েছিল'কাছের মানুষ '। বাংলা চলচ্চিত্রের দুই সুপারস্টার। দেবের ছবিতেই অভিনয় করেছেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই প্রথমবার একফ্রেমে দেখা গেছে দুই তারকাকে। যদি এর আগেও সৃজিতের 'জুলফিকার ' ছবিতে কাজ করছিলেন দেব-প্রসেনজিৎ। তবে সেটা মাল্টিস্টারার ছবি ছিল। এই প্রথম পরিচালক পথিকৃৎ বসুর ছবিতে একফ্রেমে কাছাকাছি এলেন দেব-প্রসেনজিৎ। পথিকৃৎ বসু পরিচালিত এই ছবিতে প্রসেনজিৎ এবং দেব ছাড়াও অভিনয় করেছেন ইশা সাহা। একদিকে ছবি অন্যদিকে আবার রাজনৈতিক দায়িত্ব, দুটোই সমানতালে পালন করছেন টলিউডের সুপার হিরো দেব।  গরমকালে মুক্তি পাওয়ার কথা  থাকলেও  করোনার জন্য বারবার  তা পিছিয়ে যায়। গ্রীষ্মের পরিবর্তে পুজোর সময় মুক্তি পেয়েছে এই ছবি। 

আরও পড়ুন-

ভরা শীতে মিঠুন-মমতার ঘটকালিতে দেব? উড়বে বিয়ের ‘প্রজাপতি’

বুম্বাদা, দেব বছরে একটা করে বাণিজ্যিক ছবি করো, নইলে বাংলা ছবি বাঁচবে না! অনুরোধে টোটা

ধূমধাম করে গণপতি বাপ্পার আরাধনায় দেব, ছবি পোস্ট করতেই নিমেষে ভাইরাল