ঐশ্বরিয়া রাই বচ্চন মণি রত্নমের পনিয়িন সেলভান-পার্ট ১ দিয়ে পর্দায় ফিরতে প্রস্তুত৷ ছবিটির প্রথম টিজার মুক্তি পাবে ৮ জুলাই শুক্রবার।
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন দীর্ঘ চার বছর বিরতির পর মণি রত্নমের 'পনিয়িন সেলভান-পার্ট ১' অর্থাৎ ' পি এস -১' দিয়ে রূপালী পর্দায় ফিরতে প্রস্তুত। সম্প্রতি ছবিটির ঐশ্বরিয়া রাইয়ের ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে, যাতে রানি নন্দিনীর লুকে অভিনেত্রীকে খুব সুন্দর লাগছিল। এখন, ফিল্মের হিন্দি টিজারটি ৮ জুলাই, শুক্রবার মুক্তির পাওয়ার কথা রয়েছে এবং এটি ডিজিটালভাবে ঐশ্বরিয়ার শ্বশুর মেগাস্টার অমিতাভ বচ্চন ছাড়া প্রকাশ করবেন।