শুরু হচ্ছে বাংলার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো সা রে গা মা পা। জি বাংলার এই শো নিয়ে বাঙালির মধ্যে বরাবরই একটা উত্তেজনা থাকে।এই প্রথম কোনও বাংলা রিয়্যালিটি শো-এ জাজ হিসাবে আসছেন রিচা শর্মা। তাঁর সঙ্গে থাকছেন শান্তনু মৈত্র এবং শ্রীকান্ত আচার্যের মত গুণী শিল্পীরা। এবারের মঞ্চে জাজের আসন আবার আলো করে বসবেন শান্তনু মৈত্র। সঙ্গে থাকছে ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, রথীজিৎ,মনোময় ভট্টাচার্যদের মত বিশিষ্ট সঙ্গীতশিল্পীদের প্যানেল। সঞ্চালনায় আবীর চট্টোপাধ্যায়।