এখনও সম্প্রচার শুরু হয়নি ধারাবাহিক 'গাঁটছড়ার', তাতে কী, প্রোমো সামনে আসার সঙ্গে সঙ্গেই এই নতুন জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় মুখিয়ে আছেন দর্শককুল। স্নিগ্ধা বসু এবং সানি ঘোষ প্রযোজিত এই ধারাবাহিকে কী কী ধরনের চমক দেখা যাবে তার আভাস মিলল প্রোমোতেই।