রিজেন্ট পার্কের একটি বিলাসবহুল ভিলায় বুধবার সন্ধ্যায় বসেছিল মেখলার বিয়ের আসর। কার গলায় মালা পরালেন মেখলা, কে সেই পাত্র, কী তার পরিচয়, তা জানার জন্য সকলেই মুখিয়ে আছেন। শিলিগুড়ির ছেলে অর্কর সঙ্গেই বেশ কয়েক বছর ধরেই নাকি সম্পর্কে ছিলেন মেখলা ও অর্ক । অবেশেষে চার হাত এক হল এই অগ্রহায়নের সন্ধ্যায়। মনের মানুষ অর্কর সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মেখলা দাশগুপ্ত।