প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহের টিআরপি (TRP) পরীক্ষার ফলাফলের দিন চলে এসেছে। আর তাই প্রথম সপ্তাহেই যেন বাজি মাত করল "স্টার জলসার" নতুন ধারাবাহিক খুকুমণি হোম ডেলিভারি। সেরা পাঁচে চলে এল এই নতুন ধারাবাহিক। যদিও অক্ষুণ্ণই আছে মিঠাই এর রিপোর্ট কার্ড। এই নিয়ে একটানা ৩৪ সপ্তাহ টিআরপি তালিকায় শীর্ষ স্থান ধরে থাকল মিঠাই (Mithai)। যদিও আগের থেকে বেস কিছুটা হ্রাস পেয়েছে মিঠাইর নম্বর। এরপরই আসছে দ্বিতীয় থানাধিকারির নাম, গত সপ্তাহের মতই এ সপ্তাহের দ্বিতীয় স্থানে যমুনা ঢাকি। যার প্রাপ্য নম্বর। এর পরই যৌথ ভাবে তৃতীয় জায়গা দখল করেছে দুটি ধারাবাহিক, উমা ও সর্বজয়া। যাদের ২ জনেরই প্রাপ্ত নম্বর ৭.৯। এবারই আসছে সবথেকে বড়ো চমক। প্রথম সপ্তাহেই তাক লাগিয়ে দিয়েছে খুকুমণি হোম ডেলিভারি, ৭.৫ পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছেন এই নতুন ধারাবাহিক। তারই সঙ্গে শুরুতেই চ্যানেল সেরার তকমা জিতে নিল এই সিরিয়াল। এরপর পাঁচ নম্বর স্থানে রয়েছে অপরাজিতা অপু ৭.৪। তবে প্রথম পাঁচে জায়গা করতে পারলো না খড়কুটো। তাই বেশ মন খারাপ গুনগুন সৌজন্যের ভক্তদের। নন-ফিকশন শো গুলির মধ্যে এগিয়ে রইল ‘দাদাগিরি’। এই শো-এর টিআরপি ৭.৩। জি বাংলার ডান্স রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্স-এর প্রাপ্ত রেটিং ৫.৮, অন্যদিকে স্টার জলসার রিয়ালিটি শো সুপার সিঙ্গারের টিআরপি এক্কেবারে মাত্র ৩.৭। প্রতি সপ্তাহে ঠিক এই দিনটার জন্যই অপেক্ষা করেন দর্শকেরা । কারন ধারাবাহিক বা তার চরিত্র গুলো সবটাই তাদের নিজেদের ঘরের সদস্যের মতই হয়ে ওঠে। আর তাই তাদের এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া সবটাই জানানর জন্য মুখিয়ে থাকেন তারা । আর তাদের এই অপেক্ষার অবসান ঘটাতে আবারও আগামী সপ্তাহে ঠিক নির্ধারিত দিনেই প্রকাশ পাবে টি আর পি লিস্ট।