আনাচে কানাচে কান পাতলেই শোনা যায় তাদের পর্দার বাইরের কেমিস্ট্রির কথা। কেউ বলেন তারা প্রেম করছেন, আবার কেউ বলেন তারা নাকি নিছকই বন্ধু। কথা হচ্ছে সাঁঝের বাতির চারু এবং আর্য অর্থাৎ রিজওয়ান এবং দেবচন্দ্রিমাকে নিয়ে। নানা মুনির নানা মত হলেও অসলে ২ জন মানুষই কিন্তু তাদের সম্পর্কটাকে নিছকই বন্ধুত্ব বলেই দাবি করেন।