ফুল ফুটুক বা নাই ফুটুক, আজই বসন্ত- অনেকটা এমনই গোছরের ভাব আনা যায় অমলা পাল-এর ক্ষেত্রে। কারণ তাঁর নাম ও পদবি। দুটোর সঙ্গে বাঙালিদের বহু মিল। তাঁর বংশ পরম্পরার কথা জানতে গেলে অবশ্য বাঙালিত্বের হদিস পাওয়া যায় না। যে সব বাঙালি দক্ষিণ ভারতের শহরগুলিতে দীর্ঘদিন ধরে বসবাস করছে এবং দক্ষিণ ভারতীয় ছবির সঙ্গে এঁদের মধ্যে যারা পরিচিত তাঁরা সকলেই অমলা পালের নাম জানেন। আর অমলার নাম এবং পদবি-তে বাঙালিত্বের ছোঁয়া পান। তাই এঁদের অনেকেরই বিশ্বাস অমলা একজন বাঙালি কন্যা। বলতে গেলে ফুল না ফুটলেও যেমন বসন্ত বলে তাকে বিবেচিত করা হয়, তেমনি অমলা বাঙালি হলেন বা না হলে, তাতে কিছু যায় আসে না কারোর। তবে, হ্যাঁ, বাঙালি হলেও হতে পারে এমনটা ভাবা যেতেই পারে। এহেন অমলা চমকে দিয়েছেন সকলকে তাঁর গোপন বিয়ে-কে প্রকাশ্যে এনে।