এখন কেউ হাইয়েস্ট পেড অভিনেতা, তো কেউ জনপ্রিয় হোস্ট, তাঁদের ব্যাঙ্ক ব্যালেন্স দেখলে বারটেন্ডিং কথা কারও মাথাতেও আসবে না। হলিউড অভিনেত্রী স্যান্দ্রা বুলক থেকে শুরু করে এলেন জিনেরস, ব্রুস উইলিস সহ অনেকেই বিনোদন জগতে পা রাখার ছিলেন বারটেন্ডার।