সংক্ষিপ্ত

এবার মৃণাল সেন হয়ে সামনে এসে সবাইকে চমকে দিলেন চঞ্চল চৌধুরী। মৃণালের সেই মোটা ফ্রেমের চশমা, সেই এক চাউনি, সিগারেট ধরানোর কায়দা সবটাই যেন অবিকল মৃণাল সেন।

ভারতীয় বাংলা চলচ্চিত্রের 'ভুবন সোম' তিনি। তিনিই হলেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন। বিশ্ব দরবারে বাংলা চলচ্চিত্রকে এই জায়গার নিয়ে আসার পিছনে তার অবদান অনস্বীকার্য। তবে মৃণাল সেনকে এভাবে যে জীবন্ত রূপে দেখা যাবে তা হয়তো সত্যিই কেউ ভাবতে পারেননি। সৃজিতের মৃণাল সেন হিসেবে ধরা দিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। একথা জানাজানি নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে ছিল দর্শকদের মধ্যে। তবে এবার মৃণাল সেন হয়ে সামনে এসে সবাইকে চমকে দিলেন চঞ্চল চৌধুরী। মৃণালের সেই মোটা ফ্রেমের চশমা, সেই এক চাউনি, সিগারেট ধরানোর কায়দা সবটাই যেন অবিকল মৃণাল সেন।

সম্প্রতি প্রকাশ্য এল সৃজিত মুখার্জির পদাতিক ছবির প্রথম লুক। সত্যজিৎ রায়, ঋত্বির ঘটকের পর মৃণাল সেনই এমনই একজন পরিচালক যার হাত ধরে চলচ্চিত্র জগতে এক নতুন প্রবর্তন ঘটেছিল। সেই বিখ্যাত ব্যক্তিত্বের লুকে সকলকে চমকে দিয়েছেন চঞ্চল চৌধুরী। পরিচালক সৃজিত মুখার্জির এই ছবিতে মৃণাল সেনের জীবনের ব্যপ্ত পরিসর ফুটে উঠবে। আপাতত ছবি নিয়ে জল্পনা তুঙ্গে।

 

 

পরিচালক সৃজিত এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রাজনৈতিক ধ্যান ধারণা, পরিচালক, স্বামী এবং পিতার ভূমিকা এই চারটি সত্ত্বাই ছবিতে তুলে ধরার চেষ্টা করেছি। মৃণাল সেনের সামাজিক ও রাজনৈতিক দর্শনের প্রতিফলন উঠে এসেছে তার প্রত্যেকটি ছবিতে। সৃজিতের এই ছবির প্রথম লুক দেখা মাত্রই উত্তেজনা তুঙ্গে। মৃণাল সেনের চরিত্রের জন্য মোট ছয়টি লুক তৈরি করা হয়েছে চঞ্চল চৌধুরীর। শিল্পী সোমনাথ কুন্ডুর হাতের জাদুতে এবং প্রস্থেটিক মেকআপের সাহায্যে চঞ্চল চৌধুরী যেন জীবন্ত হয়ে উঠেছেন মৃণাল সেন। চঞ্চল চৌধুরী শুধু একাই নন মৃণাল জায়া গীতা সেনের চরিত্রে দেখা যাবে মনামী ঘোষকে। মনামীর ছবিও প্রকাশ্যে এসেছে যা দেখে চক্ষু চড়কগাছ হয়েছে ভক্তদের। মনামীকে প্রথম দেখাতেই গীতা দেবীর কথা মনে পড়েছে সকলেরই। সূত্র থেকে জানা গেছে মনামীর মুখের সঙ্গে গীতাদেবীর মিল থাকতেই এই চরিত্রটি তাকে দেওয়া হয়েছে। ছবিতে তরুণ মৃণালের ভূমিকায় দেখা যাবে কোরক সামন্তকে। এবং মৃণাল ও গীতার একমাত্র পুত্র কুণাল সেনের চরিত্রে দেখা যাবে সম্রাট চক্রবর্তীকে। ফ্রেন্ডস কমিউনিকেশন ও বিগ স্ক্রিন প্রোডাকশনসের ব্যানারেই তৈরি করা হয়েছে পদাতিক। সূত্র থেকে জানা গিয়েছে , প্রথমে ওয়েব সিরিজের আকারে মৃণাল সেনের বায়োপিক তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল, পরে প্ল্যান বদলে ছবি তৈরির পরিকল্পনা করা হয়েছে। চলতি মাসের ১৫ জানুয়ারি থেকে কলকাতায় শুরু হবে পদাতিক-এর শুটিং। আরও জানা গিয়েছে, মৃণাল পুত্র কুণাল সেনের থেকে এই ছবি বানানোর অনুমতি নিয়েছেন সৃজিত মুখোপাধ্যায়।

আরও পড়ুন-

আমাদের বিচ্ছেদ নিয়ে অকারণ গুঞ্জন, আমরা মানুষ না?: মিথিলা।। উটকো গুজব নিয়ে কথা বলার সময় নেই: সৃজিত

সৃজিত-মিথিলার মন খারাপ করা দুই ভিন্ন পোস্ট, বিচ্ছেদের জল্পনায় তুঙ্গে আলোচনা

বার্থডে বয় ছাড়াই কি বার্থডে পালন হয় ? সৃজিত মুখোপাধ্যায়ের অনুপস্থিতিতেই জন্মদিন পালন করলেন সৃজিত পত্নী