Bollywood News
নব্বই দশকের 'মেলা' ছবিতে মিনিট খানেকের ক্যামিওতে দেখা গিয়েছিল ঐশ্বর্য রাই বচ্চনকে। সে সময় জানা যায়, আমির খানের অনুরোধেই ছবিতে কাজ করেছিলেন তিনি। যদিও তারপর আর আমিরের সঙ্গে কাজ করেননি তিনি। অন্যদিকে আমির খানের সঙ্গে বহু বিজ্ঞাপনে কাজ করার পরেও কেন তাঁদের কোনও ছবিতে অভিনয় করতে দেখা যায়নি এ নিয়েও উঠেছিল নানা প্রশ্ন। এই কৌতূহল আজও দুই সুপারস্টারের ভক্তদের মনে জাগে। দু'জন তাবড় তারকা, তাঁদের একসঙ্গে দেখার জন্য উন্মাদনা তুঙ্গে উঠেছিল দর্শকমহলের। প্রযোজক, পরিচালকদের হাজার চেষ্টাতেও তাঁদের একসঙ্গে কোনও ছবিতে আর দেখা যায়নি। কেন একে অপরের সঙ্গে কাজ করেনি, বারবার এই প্রশ্ন করার পরও কোনও সদুত্তর মেলেনি তাঁদের থেকে।
Top Stories