চলে গেলেন ঋষি কাপুর
মানুষকে অকৃত্রিমভাবে ভালোবাসার ক্ষমতা ছিল তাঁর
হাসপাতালের বিছানায় শুয়েও ফেরাননি জনৈক তরুণকে
অসুস্থ শরীরে তাঁর গান শুনে কী বলেছিলেন অভিনেতা
চন্দনবাড়িতে পৌঁছল মরদেহ। সেখানেই ঋষি কাপুরের শেষকৃত্য সম্পন্ন হবে। চোখের জলে আজ ভাসছে বলিউড। লকডাউন যদি না হত, তাহলে আজ মুম্বইয়ের রাস্তায় উপচে পড়া নজরে আসত। কাপুর পরিবারে নিয়ে যাওয়া হত মরদেহ, দেখা করতে পারতেন তাঁর মেয়ে। কিন্তু পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় আইন মেনে কোনও জমায়েত নয়। পরিবারের কয়েকজন ও কয়েকজন সেলিব্রিটিকে নিয়েই শেষ বিদায়ের কাজ সম্পন্ন হল। ছবি সৌজন্যেঃ যোগেন শাহ
প্রয়াত ঋষি কাপুর
বলিউডের 'ফার্স্ট ফ্যামিলি'র পরিচয় তিনি ছাপিয়ে গিয়েছিলেন
সিনে দুনিয়ায় ঋষি কাপুরের থেকেও বেশি পরিচিত ছিলেন চিন্টুজি নামে
কীভাবে পেয়েছিলেন তিনি এই ডাকনাম