২০১৯ থেকেই নেট দুনিয়ায় তোলপাড় করেছেন কপিল দেবের লুক। রণবীর সিং-এর আগামী ছবি ৮৩ নিয়ে প্রথম থেকেই ভক্তদের উত্তেজনা তুঙ্গে। সেই পারদ আরও চরিয়ে এবার প্রকাশ্যে এল ১৯৮৩-এর বিশ্বকাপে ভারতীয় দলে থাকা ১২ সদস্যের লুক। মুহুর্তে তা ভাইরাল নেট দুনিয়ায়।