ছবির প্রচার থেকে শুরু করে রিলিজ, গান থেকে শুরু করে সম্পর্ক, মঙ্গল থেকে বুধ, বি-টাউনে নয়া কী ঘটল দেখে নেওয়া এক নজরে। কোন তারকা রইল লাইম লাইটে আর গেল গেল ছিটকে এবার তা দেখে নেওয়ার পালা।
সুশান্ত সিং রাজপুতের জন্মদিন উপলক্ষ্যে মঙ্গলবার বি-টাউনে শুভেচ্ছাবার্তার ঢাল নামে। ভক্তদের সঙ্গে সেলিব্রেশন থেকে শুরু করে গার্লফ্রেন্ডের আবেগঘন পোস্ট। দিনভর অভিনেতার জন্মদিন সেলিব্রেশনে মাতলেন সকলেই। কিন্তু কোথাও গিয়ে অভিনেতার সফরের শুরুটা মোটেই ছিল মসৃণ। জন্মদিনে ফিরে দেখা সেই সফর।