রাশিয়ার (Russia) কিয়েভ, খারকোভ, ওডেসা-সহ বিভিন্ন শহরে একের পর এক বিস্ফোরণের ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে। চারিদিকে তীব্র আলো, ধোঁয়া আর বিস্ফোরণের শব্দ। শোনা গিয়েছে সাধারণের আর্তনাদ। এই ঘটনা নিয়ে ক্ষোপ প্রকাশ করেছেন একাধিক নামজাদা ব্যক্তিত্ব। এই তালিয়ায় রয়েছে একাধিক সেলেব। দেখে নিন তাঁদের প্রতিক্রিয়া।

ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে যুদ্ধের দামামা বাজিয়ে পূর্ব ইউক্রেনে সেনা অভিযানের কথা ঘোষণা করলে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের (Ukraine) সেনাকে আত্মসমপর্ণের বার্তাও দিয়েছেন তিনি। তার পর থেকে বৃহস্পতিবার সকাল থেকে কিয়েভ-সহ (Kyiv) ইউক্রেনের অন্যান্য শহরে একের পর এক বিস্ফোরণের খবর আসছে। তার মধ্যে বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। রাশিয়ার (Russia) কিয়েভ, খারকোভ, ওডেসা-সহ বিভিন্ন শহরে একের পর এক বিস্ফোরণের ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে। চারিদিকে তীব্র আলো, ধোঁয়া আর বিস্ফোরণের শব্দ। শোনা গিয়েছে সাধারণের আর্তনাদ। এই ঘটনা নিয়ে ক্ষোপ প্রকাশ করেছেন একাধিক নামজাদা ব্যক্তিত্ব। এই তালিয়ায় রয়েছে একাধিক সেলেব। দেখে নিন তাঁদের প্রতিক্রিয়া। 

তিলোত্তমা সোম (Tillotama Shome) টুইট করেছেন। তিনি বললেন, যুদ্ধের চেয়ে কুৎসিত কিছু হতে পারে না। তিনি টুইটে লেখেন, আমি আমার মায়ের জন্য ক্রমাগত উদ্বিগ্ন, যিনি কোভিডের মধ্যে ক্যান্সারের সঙ্গে লড়াই করছে। কিন্তু, যখন আমি যুদ্ধের মাঝখানে পরিবারে এবং ক্যান্সার রোগীদের কথা চিন্তা করি, তখন আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। যুদ্ধের চেয়ে খারাপ কিছু হয় না। 

Scroll to load tweet…

পরিচালক ও লেখক বিনতা নন্দ (Vinta Nanda) দুঃখ প্রকাশ করেছেন টুইটে তাঁর ভাষা যুদ্ধ হল অহংকার সংঘর্ষ। তিনি লিখেছে, এই সময়ে যুদ্ধ পরাক্রমশালী এবং শক্তিশালীদের অহংকার সংঘর্ষ ছাড়া আর কিছুই নয়। এটি সমস্ত মানবাধিকারের লঙ্ঘন। বিশ্বের মানুষ বিভিন্ন নামে উদ্ভাসিত এই পুঁজিবাদের দাস। অন্যায় স্তম্ভিত। ইউক্রেম সংকট। 

Scroll to load tweet…

যুদ্ধ নিয়ে টুইট করেন রিচা চাড্ডা (Richa Chadda)। তিনি লেখেন, প্রতিটি সংযুক্তি/ সৈন্য প্রত্যাহার যা একটি দেশকে অন্ধকার যুগে ঠেলে দেয়/ নতুন ডেটা গোপনীয়তা নিয়ম, এখন যা ঘটছে ‘ফারদার ডেমোক্রেসি’ এবং ‘জাতীয় স্বার্থ’।

Scroll to load tweet…

এদিকে ক্রমে জটিল হচ্ছে ইউক্রেন ও রাশিয়া সঙ্কট। শেষ পাওয়া আপডেট অনুসারে ইউক্রেনের শহরগুলো সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে রুশ সেনাবাহিনী। বর্তমানে, রাশিয়ান সামরিক বাহিনী বলছে তারা নাকি অসামরিক কোনও ক্ষেত্রেকেই টার্গেট করছে না। কিন্তু, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, একটি বিস্ফোরণ হয় বিমানবন্দরে। তারপর সেখান থেকে ক্রমাগত ধোঁয়া বের হতে থাকে। যদিও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই রিষয়ে এখনও কিছুই জানা যায়নি। 

আরও পড়ুন: ২.০ থেকে উইনার, ইউক্রেনে শ্যুট হয়েছে একাধিক ভারতীয় সিনেমা, দেখে নিন এক নজরে

আরও পড়ুন: জমজমাট 'মহাপরিণয়', গুরুজীর সন্মান বাঁচাতে পিলুকে সিঁদুর পড়িয়ে দিল আহির, কী হবে রঞ্জার

আরও পড়ুন: 'চাঁদনি' হারা বলিউড, শ্রীদেবীর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট জাহ্নবী-খুশির