সংক্ষিপ্ত
- ফের করোনায় প্রাণ হারালেন গ্র্যামি অ্যাওয়ার্ড প্রাপ্ত গায়ক জন প্রাইন।
- গ্র্যামি অ্যাওয়ার্ড প্রাপ্ত অ্যাডাম শ্লেসিঙ্গারের পর আরও এক গ্র্যামি পুরস্কার প্রাপ্ত গায়কের মৃত্যুতে শোকস্তব্ধ হলিউড।
- মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩।
করোনা কেড়ে আরও এক হলিউড তারকাকে। গ্র্যামি অ্যাওয়ার্ড প্রাপ্ত গায়ক জন প্রাইন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩। লোকগীতি নিয়ে চর্চা ছিল তাঁর। ২৬ মার্চ থেকে ন্যাশভিলের হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। মঙ্গলবার ভোর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জন।
আরও পড়ুনঃনীল বিকিনিতে ঠিকরে বেরোচ্ছে ভরা যৌবন, ৪ নম্বর ছবিটি না দেখলেই মিস
আরও পড়ুনঃ'প্রতিটা পোস্টারেই থাকতে চাইলে তো হবে না', হলিউডে পা রেখেই তোপের মুখে প্রিয়াঙ্কা
জনের স্ত্রী ফিয়োনা খবরটি প্রকাশ্যে আনেন। দিন কতক আগেই করোনায় মৃত্যু হয়েছিল স্টিভেন স্পিলবার্গের ছবি জসের অভিনেত্রী লী ফিয়েরো এবং স্টার ওয়ার্সের অভিনেতা অ্যানড্রিউ জ্যাকের। ভাইরাস ধরা পড়ার মাত্র দু'দিনের মাথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অ্যানড্রিউ।
আরও পড়ুনঃচুপিসাড়ে করোনা মোকাবিলা আর্থিক দান, জানুন বলিউডের মিস্টার পারফেকশনিস্টের কাহিনি
হলিউডে একে একে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। ফের এক হলিউড অভিনেতার জীবনে কোপ পড়ল করোনার। এখনও পর্যন্ত হলিউডের বেশ কয়েকজন নাম লিখিয়েছেন আক্রান্তের তালিকায়। যেখানে ড্যানিয়েল ডে কিম, ইন্দিরা ভার্মা সহ টম হ্যাঙ্কস, রিটা উইলসন, ইদ্রিস এলবা, ওলগা ক্যুরিলেঙ্কো, রেচেল ম্যাথিউস, ক্রিস্টোফার হিফজুর নাম রয়েছে।
আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল
আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস