পর পর দুবার মিসক্যারেজ হয় কাজলের। প্রথম বার এমন পরিস্থিতিতে ভেঙে পড়েছিলেন কাজল। পাশে দাঁড়িয়েছিলেন অজয়। কিন্তু কিছুদিনের মধ্যেই আবারও অন্তঃসত্ত্বা হন কাজল। কিন্তু সেবার যখন একই ঘটনা ঘটান তখন রাগ আর চেপে রাখতে পারেননি অজয় দেবগণ।
রণবীর কাপুর ও আলিয়া ভাট বলিপাড়ার কাপলদের মধ্য সবথেকে বেশি চর্চিত। সম্প্রতি বেশ কয়েকদিন ধরেই তাদের বিচ্ছেদ নিয়ে জল্পনা চলেই আসছে। এমনকী আলিয়ার সঙ্গে রণবীরের বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একদিকে চলছে বিয়ের তোরজোড়। তার মধ্যেই ব্রেক আপের খবর। আপাতত এই খবরে উত্তাল ছিল সোশ্যাল মিডিয়া। সম্প্রতি ফাঁস হয়ে গেল তাদের লিভ-ইনের খবর। হোম কোয়ারেন্টাইনে দুজনেই একসঙ্গে লিভ-ইন করছেন বলে সূত্র থেকে জানা গেছে। এই করোনায় নাকি তাদের ফের একসঙ্গে আরও কাছাকাছি এনে দিয়েছে। দেখে নিন আলিয়া-রণবীর লিভ-ইনের কিছু উষ্ণ মুহূর্তের ছবি।
বচ্চন বধূকে ঘিরে একাধিক জল্পনা বিটাউনে। কখনও সামনে উঠে এসেছে সম্পর্ক ঘিরে একাধিক মতামত, কখনও আবার সামনে উঠে আসছে দেখা গিয়েছে ছবির অভিনয় ঘিরে জল্পনা। তবে কেবল পর্দার সামনে কিংবা পেছনে নয়। গোপনেও অনেক কাণ্ড ঘটিয়েছেন এই তারকা।