টলিউডে আবারও নতুন জুটি রাজের ছবিতে থাকছেন শুভ-পরম হারানো শৈশবের গল্প বলবে পরিচালকের পরবর্তী ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ল ছবির খবর
পরিবর্তন হচ্ছে বাংলা ছবির পটভুমি। ক্রমেই ছবি যেন সমাজ, জীবন ও মানুষের মনের কোণে থাকা না বলা কথাগুলোই বলে চলেছে। তবে সব ক্ষেত্রেই যে ছবি কমার্সিয়াল ঘরানা থেকে সরে যাচ্ছে এমনটা নয়। বরং কমার্সিয়ালের মোড়কেই এবার পর্দায় নতুন আঙ্গিকে গল্প তুলে ধরতে ইচ্ছুক টলি পরিচালকেরা।

এতো গেল এক দিক, অন্য দিকে আবার ট্রেন্ড বলছে নতুন জুটির কথা। নতুন তারকাদের মধ্যেকার রসায়ণই এখন বেশি মাত্রায় পছন্দ করছেন দর্শকেরা। সেই দিকেই এবার ঝুঁকলেন পরিচালক রাজ চক্রবর্তী। তাঁর পরবর্তী ছবিতেই তাই এবার জুটি বাঁধতে চলেছেন শুভশ্রী ও পরমব্রত। এর আগে প্রলয় আসছে ছবিতে পরমের সঙ্গে কাজ করেছিলেন রাজ চক্রবর্তী। এবার সেই অভিনেতাকে নিয়েই ছবি তৈরি করতে চলেছেন রাজ।
আরও পড়ুনঃ 'কে এই মিথিলা', সৃজিত-এর বিয়ে নিয়ে মুখ খুললেন তসলিমা
বিস্তারিত খবর প্রকাশ্যে না এলেও, বর্তমানে ফাঁস হয়েছে ছবির পটভূমি। বাস্তব জীবনের এক সত্যের মুখোমুখি এবার রাজ চক্রবর্তী দাঁড় করাতে চলেছেন দর্শকদের। ছোট বয়সেই হাতে উঠে আসছে মোবাইল ফোন। আর তাতেই মজে উঠেছে খুদেরা। কোথাও যেন থমকে গিয়েছে শৈশব। এবার সেই গল্পই পর্দায় ফুঁটিয়ে তুলতে চলেছেন রাজ-শুভশ্রী-পরম জুটি।
