শুক্রবার ৫৪-তে সলমন খান জন্মদিনে সেরা উপহার দিলেন বোন অর্পিতা  শুক্রবার দুপুরে কন্যাসন্তানের  গ্যালাক্সিতে গালা পার্টি 

গর্ভবতী হওয়ার পর থেকেই দিন গুণছিলেন অর্পিতা। কবে আসবে ভাইয়ের জন্মদিন, সেদিনই দেবেন তিনি সন্তানের জন্ম। সেই খবরই প্রকাশ্যে জানিয়ে ছিলেন সলমন খান। বোনের থেকে বড় প্রাপ্তী হবে এটাই সলমনের। কিন্তু এই বিষয়টা ওতটাই কি সহজ! খবর পাওয়া মাত্র অনেকেরই কপালে ফেলেছিল চিন্তার ভাঁজ। 

আরও পড়ুনঃ বর্ষ শেষে ভরপুর বিনোদন, জমজমাট সংলাপে মন কাড়ল গুগ নিউজ

Scroll to load tweet…

যেমন কথা তেমনই কাজ। ভাইয়ের জন্মদিনেই সন্তানের জন্ম দিলেন অর্পিতা খান। শুক্রবার সকালেই কন্যা সন্তানের জন্ম দেন সলমন খানের বোন। খবর পাওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সলমন খান। জানান, এটাই তাঁর জন্মদিনে সেরা প্রাপ্তী। ২৬ ডিসেম্বর রাত থেকেই শুরু হয় সলমন খানের জন্মদিনের পার্টি। একাধিক তারকাদের ভিড়ে ভরে উঠেছিল গ্যালাক্সি। 

View post on Instagram

এই খবর সোশ্যাল মিডিয়ায় জানান আয়ূষ শর্মা। ইতিমধ্যে তাঁদের সন্তানের নামও রাখা হয়ে গিয়েছে। নাম আয়াত শর্মা। সকলের কাছে আশীবার্দও প্রার্থণা করেছেন তিনি। ২৭ ডিসেম্বরই ৫৪-এ পা দিলেন সলমন খান। সেই পার্টিতেই হজির হয়েছিলেন একাধিক বি-টাউনের তারকারা। তবে থাকতে পারলেন না তাঁর বোন। দাদাকে উপহার দিতেই পার্টি থেকে দূরে থেকে সেরা উপহারটি তুলে দিলেন অর্পিতা।