ব্যোমকেশের ভূমিকায় এবার পরমব্রত
মুক্তি পেল ছবির দ্বিতীয় পোস্টার সম্প্রতিই মুক্তি পেয়েছিল ছবির টিজার
পুজোয় মুক্তি পাবে ছবি
অজিতের ভূমিকায় থাকছেন রূদ্রনীল ঘোষ
প্রকাশ্যে এল সত্যান্বেষী ছবির দ্বিতীয় পোস্টার। সম্প্রতিই মুক্তি পেয়েছিল এই ছবির টিজার। চলতি বছর পুজোর মুক্তিতে একাধিক গোয়েন্দা। মিতিন মাসির সঙ্গেই মুক্তি পাবে ব্যোমকেশ। তবে ছবি ঘিরে চমক এবার অন্যখানে। ব্যোমেকের ভুমিকায় এবার থাকছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ছবির নাম সত্যান্বেষী ব্যোমাকেশ।
আরও পড়ুনঃ জন্মদিনেও ব্যস্ত পরিচালক, আসতে চলেছে সন্দীপ রায় পরিচালিত প্রফেসর শঙ্কু
কয়েকদিন আগেই মুক্তি পেয়েছিল সত্যান্বেষী ব্যোমকেশ ছবির টিজার। অজিতের ভুমিকায় এবার নজর কাড়বেন রূদ্রনীল ঘোষ। ছবির পরিচালনা করছেন সায়ন্তন ঘোষাল। পর্দায় উঠে আসবে এবার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প মগ্ন মৈনাক। ছবির সঙ্গীত পরিচালনায় থাকছেন নীল দত্ত।
আরও পড়ুনঃ চমকে দিলেন টোটা, অক্ষয় কুমারের জন্মদিনে শুভেচ্ছা জানাতে তাক লাগালেন অভিনেতা
ছবির পোস্টারেই প্রকাশ্যে আসে পরমব্রতর লুক। তবে এই ব্যোমকেশের টিজার জুড়ে আদ্যপান্ত যেন এক অন্য সুর। গল্প বলার ধরণ থেকে শুরু করে উপস্থাপনা, নতুন মোড়কে ব্যোমকেশ আসছে পুজোর মুক্তিতে।
#SatyanweshiByomkesh 2nd poster ! #Releasing2ndOctober #teaseroutnow @greentouchent @sayantanghosal @anjandutt @neelinc @ayoshitalukdar #rudranil pic.twitter.com/fGcvm5NTKI
— parambrata (@paramspeak) September 9, 2019
পরিচালকের সঙ্গে পরমব্রত একাধিকবার জুটি বেঁধেছেন ইতিমধ্যেই। যার মধ্যে রয়েছে, যকের ধন, সাগরদ্বীপের যকের ধন প্রভৃতি। সাগর দ্বীপের যকের ধন ছবির কাজ কিছুটা শেষ করেই নতুন ছবিতে হাত দিয়েছিলেন পরিচালক। সেই ছবিতে পরমব্রতর বিপরীতে দেখা গিয়েছিল কোয়েল মল্লিককে। এবার তাঁরা বক্স অফিসে মুখোমুখি।
Read Exclusive COVID-19 Coronavirus News updates, from West Bengal, India and World at Asianet News Bangla.
খেলুন দ্য ভার্চুয়াল বোট রোসিং গেম এবং চ্যালেঞ্জ করুন নিজেকে। கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 9, 2019, 5:58 PM IST