সংক্ষিপ্ত
- করোনা মোকাবিলায় সামিল বরুণ ধাওয়ান
- সাধ্য মত এবার মানুষের পাশে দাঁড়ালেন অভিনেতা
- সোশ্যাল মিডিয়ায় দিলেন খোলা চিঠি
- প্রিয়জনহীন, গৃহহীন, চাকরী হীন মানুষের পাশে এবার অভিনেতা
করোনার প্রকোপ রুখতে গোটা বিশ্ব জুড়ে চলছে এক অঘোষিত যুদ্ধ। একের পর এক সেক্টরে নেমে আসছে ধ্বস। আর্থিক সংকটের মুখে সাধারণ মানুষ। এমনই পরিস্থিতিতে লক ডাইন ঘোষণা করা হয়েছে কেন্দ্রিয় সরকারের পক্ষ থেকে। প্রাথমিকভাবে এই লক ডাউন চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। কিন্তু দেশ যে পথে এগোচ্ছে, সেই দিকে নজর দিয়ে এখন বোঝা দায় পরিস্থিতি স্বাভাবিক হতে আর কত সময় লাগবে।
আরও পড়ুনঃছোটপর্দার পাখি এখন 'সুপারহট', সোশ্যাল মিডিয়ায় ফলোয়াড়ের বন্যা
এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত দেশের প্রায় ৮৩৩৪ মানুষ। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৩। দেশের এমনই পরিস্থিতিতে সকলের পাশে দাঁড়ালেন বলিউড তারকারা। ইতিমধ্যেই বিভিন্ন তহবিলে ত্রাণের সাহায্য করে পাশে দাঁড়িয়েছেন তারকারা। পিছিয়ে থাকলেন না বরুণ ধাওয়ানও। সাধ্য মত সাহায্যের হাত বাড়ালেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ার পাতায় এক খোলা চিঠিতে জানালেন বরুণ।
আরও পড়ুনঃচিনতে পারছেন 'জুনিয়র আমির'-কে , রইল হ্যান্ডসাম হাঙ্ক-এর একগুচ্ছ ছবি
দেশের যা পরিস্থিতিতে তার তুলনায় অতি ক্ষুদ্র পদক্ষেপ নিয়েছি। কিন্তু এখন ছোট ছোট পদক্ষেপেরই গুরুত্ব অনেক। সকলে মিলে লড়াই করতে হবে। মিলিতভাবেই সম্ভব এই যুদ্ধে জয় নিয়ে আসা, লিখলেন বরুণ। কর্মহীন, দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়ালেন তিনি। নিলেন তাঁদের খাবারের দায়িত্ব। পাশাপাশি ধন্যবাদ জানালেন সেই সকল যোদ্ধাকে যাঁরা প্রথম সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন করোনার সঙ্গে।
করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ
সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল
কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস