সংক্ষিপ্ত

  • এবার গ্রুপ অনুশীলনের অনুমতি পেয়ে গেল  লা লিগা ক্লাবগুলি
  • অনুশীলনের অনুমতি দিল স্পেনের প্রশাসন ও লা লিগা কর্তৃপক্ষ
  • তবে নিয়ম অনুযায়ী একটি গ্রুপে ১০ জের বেশি থাকা যাবে না 
  • যত দ্রুত সম্ভব লা লিগা শুরু করতে তৎপর স্পেনের প্রশাসনও লিগ কর্তৃপক্ষ
     

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কিছুটা কমতেই ইউরোপের অন্যান্য দেশগুলির মতই স্পেনেও জোরকদমে শুরু হয়েছে ফুটবল ফেরানোর তৎপরতা। স্প্যানিশ লা লিগা মাঠে ফেরাতে চার ধাপের প্রস্তুতি পর্বের নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল স্পেন সরকারের পক্ষ থেকে। প্রস্তুতি পর্বের প্রথম ধাপে ছিল স্পেনের পেশাদার ফুটবলের শীর্ষ স্তরের ২০টি ক্লাবের সব খেলোয়াড় ও কোচিং স্টাফদের করোনাভাইরাস পরীক্ষা করানো।তারপর গত ৪ মে থেকে ফুটবলাররা ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন করার অনুমতি পেয়েছেন।  বাকিদের পাশাপাশি এরই মধ্যে ব্যক্তিগত অনুশীলনে ফিরেছেন লা লিগার ইতিহাসের সেরা দুই দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার খেলোয়াড়রা। লিওনেল মেসি-লুইস সুয়ারেজরা গত ৮ মে থেকে মাঠে ফিরেছেন। এডেন হ্যাজার্ড-করিম বেনজেমা অনুশীলন শুরু করেছেন এর তিন দিন পর থেকে। এবার ছোট লা লিগার ক্লাবগুলিকে ছোট ছোট গ্রুপে অনুশীলন করার অনুমতি দিল স্পেন সরকার ও লা লিগা কর্তৃপক্ষ। 

Groups of <10 are back! 💪🔵🔴 pic.twitter.com/VN80TxDEsG

— FC Barcelona (from 🏠) (@FCBarcelona) May 19, 2020

আরও পড়ুনঃআজ থেকে অনুশীলনে নামছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলি,জারি একাধিক নিয়ম

'অনুষ্কা বায়োপিকে থাকলে আমি নিজের চরিত্রে অভিনয় করব', সুনীলের সামনে বিরাটের ইচ্ছেপ্রকাশ, মন্তব্য করলেন রণবীরও

স্পেনের বিভিন্ন অংশে লকডাউন কার্যকর থাকলেও লা লিগার দলগুলো গ্রুপ অনুশীলনের অনুমতি পেয়েছে। স্পেনের অধিকাংশ অঞ্চলের মত মাদ্রিদ ও বার্সেলোনায় লকডাউন শিথিল করা হয়নি। কিন্তু বার্সেলোনা ও রিয়ালের মত দলগুলোকে অনুশীলনের দ্বিতীয় পর্যায় শুরুর জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে।স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ গতকালই ক্লাবগুলোকে জানিয়েছে, তাদের অঞ্চলে লকডাউন থাকা সত্ত্বেও তাদের সব খেলোয়াড় ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করতে পারবে। কডাউন কড়াকড়িভাবে কার্যকর আছে এমন অঞ্চলে একটি অনুশীলন সেশনে ১০ খেলোয়াড় অংশ নিতে পারবে। যেখানে তুলনাম‚লকভাবে কড়াকড়ি কম, সেখানে একসঙ্গে ১৪ জন অনুশীলন করতে পারবে। কিছু কিছু দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা দ‚রত্ব বজায় রাখার নিয়ম মেনে গ্রুপ মিটিং করার অনুমতিও পেয়েছে। রেফারিরাও পেয়েছেন নিজেদের কাজ করার অনুমতি। তৃতীয় ধাপে পুরো দল একসঙ্গে অনুশীলনের সুযোগ পাবে। লিগ ফের মাঠে গড়ানোর অন্তত দুই সপ্তাহ আগে থেকে সেটি কার্যকর হবে। তবে লিগ শুরুর এখনও কোনও চুড়ান্ত তারিখ ঘোষণা করেনি লা লিগা কর্তৃপক্ষ। তবে সূত্রের খবর ১২ জুন থেকে ফের বল পায়ে মাঠে দেখা যেতে পারে মেসি,সুয়ারেজ, গ্রিজম্যান, বেল, বেঞ্জিমাদের।

🔥⚽ ¡Empezamos fuerte la segunda semana de entrenamientos!#RMCity | #HalaMadrid pic.twitter.com/yxVBYaM7xJ

— Real Madrid C.F.⚽ (@realmadrid) May 18, 2020

আরও পড়ুনঃসেমি কোমাটোজ অবস্থায় বলবীর সিং সিনিয়র,ভেন্টিলেশনে রয়েছেন হকি লেজেন্ড