সংক্ষিপ্ত

  • গোটা দেশের সঙ্গে দীপাবলির উত্সবে সামিল ওঁরাও
  • আইলিগের প্রস্তুতির মাঝে লাল হলুদে উত্সব
  • রং মশাল থেকে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া
  • সমর্থকদের শুভেচ্ছা জানালেন কাসিমরা

দীপাবলির আগেই ভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়ে দিয়েছে আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে চলতি মরসুমের আইলিগ। পূর্ণাঙ্গ সূচি ঘোষণা না হলেও আগামী সপ্তাহের মধ্যেই সেটা জানিয়ে দেওয়া হবে বলে ফেডারেশন সুত্রে খবর। তাই লিগের প্রস্তুতি পর্বেও এবার ফাইনাল টাচ দেওয়ার পালা। পেশাদার ফুটবলের সব দায়িত্ব পালনের মাঝেও উত্সবের রং লেগেছে লাল হলুদ শিবিরে। বাড়তি ছুটি নেই। তাই দলের মেসেই এক সঙ্গে রং মলাশ নিয়ে দীপাবলির উত্সবে মেতে উঠলেন পিন্টুরা। 

 

আরও পড়ুন - ভারতীয় ক্রিকেট তারকাদের দীপাবলির শুভেচ্ছা, শব্দহীন দীপাবলির বার্তা সচিনের

কোলাডো কাসিমরা গত মরসুমে ছিল লাল হলুদে তাঁরা আলোর উত্সব সম্পর্কে কিছুটা হলেও জানেন। তবে এবার দলে আরও একাধিক নতুন বিদেশি ফুটবলার। সবাই মূলত স্প্যানিশ। তাদের নিয়েই সমর্থকদের দীপাবলির শুভেচ্ছা জানালেন কোলাডোরা। তবে সেটাও এল ভারতীয় কায়দায়। কারণ সবার পরনেই যে পাঞ্জাবি। 

 

আরও পড়ুন - ভারত বাংলাদেশ ম্যাচে থাবা বসাতে পারে দিল্লির বায়ু দূষণ, চিন্তিত আয়োজকরা

আলোর উত্সব শেষ হলেই শুরু হবে ফুটবল উত্সব। আইলিগের রং লাল হলুদ করতে এবার মরিয়া টিম ইস্টবেঙ্গল। পূজোর পর থেকেই দল নিয়ে মাঠে নেমে পরেছেন ইস্টবেঙ্গল কোচ গার্সিয়া। দীপাবলির পরেই তাঁর প্রস্তুতি ও প্রতিপক্ষকে মাত দেওয়ার কৌশল তৈরির প্রক্রিয়ার শেষ পর্যায় শুরু করবেন আলেহান্দ্রো। আলোর উত্সব শেষ হলেই ফাইনাল টাচ শুরু হবে লাল হলুক কোচের। 

আরও পড়ুন - ‘বিসিসিআই ছাড়া অচল আইসিসি’ শশাঙ্ক মনোহরদের তোপ প্রাক্তন বোর্ড সভাপতির