সংক্ষিপ্ত

  • আগামি মরসুমের জন্য দল গোছাচ্ছে এটিকে মোহনবাগান
  • ইতিমধ্যেই একাধিক নামী প্লেয়ার সই করিয়ে ফেলেছে তারা
  • রবিবার আইএসএলের তরফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়
  • যেখানে দুই দলের জয়ের মুহূর্তের পাশাপাশি আবেগঘন বার্তা দেওয়া হয়
     

চলতি বছরে ইতিমধ্যেই এটিকে সঙ্গে গাঁটছড়া বেধে আইএসএলে খেলবে মোহনবাগান। এটিকে মোহনবাগান নামে নতুন ক্লাব হিসেবে আত্মপ্রকাশ করেছে শতাব্দী প্রাচীন ক্লাবটি। নতুন শুরুকে ঘিরে ইতিমধ্যেই উন্মাদনার পারদ চড়ছে এটিকে মোহনবাগান সমর্থকদের মধ্যে। নতুন মরসুমের জন্য দলও প্রায় গুছিয়ে ফেলেছে সবুজ মেরুণ শিবির। এরই মধ্যে রবিবার ইন্ডিয়ান সুপার লিগের তরফে ফেসবুকে এটিকে মোহনবাগান ক্লাবের জন্য আবেগঘন ভিডিও শেয়ার করা হয়। যেখানে বলা হয়,‘ইতিহাস তৈরি হয় তখনই, যখন ঐতিহ্য ও আগামী জোট বাঁধে।’

আরও পড়ুনঃকোভিড পরীক্ষার জন্য নেওয়া হল ধোনির সোয়্যাব, ভিডিও শেয়ার করল দুবাই স্পোর্টস কাউন্সিল

আইএসএলের তরফে ১ মিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করা হয়। সেই ভিডিওতে দুটি দলের আগের একাধিক মুহূর্ত তুলে ধরা হয়। ভিডিওতে রয়েছে মোহনবাগানের প্রথম আইলিগ জয়ের গোল, তেমনই আছে আইলিগ জয়ের উচ্ছাস। ট্রফি জেতার উচ্ছাসও রয়েছে সেই ভিডিওতে। একইসঙ্গে রয়েছে ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোলের ভিডিও। অপরদিকে এটিকের গোল, আইএস জয়ের মুহূর্তও রয়েছে ভিডিওতে। তুলে ধরা হয়েছে দু দলের সমর্থকদের আবেগের ভিডিও। একইসঙ্গে ভিডিওটির ব্যাক গ্রাউন্ড ভয়েস ওভারে শোনা যায়,ইতিহাস তৈরি হয় তখনই, যখন ঐতিহ্য ও আগামী জোট বাঁধে। ইতিহাস তৈরি হয় তখন, যখন দুই চ্যাম্পিয়ন ভবিষ্যতের জন্ম দেয়, যখন ১০০ বছরের আবেগ আর উদ্যম একসঙ্গে দল বাধে।’ শেষে ভিডিওটির মূল বার্তায় বলা হয়, ‘এটিকে মোহনবাগান একসঙ্গে আরও শক্তিশালী।’

আরও পড়ুনঃঅবসরপ্রাপ্ত ভারতীয় একাদশ বনাম বিরাট কোহলির দল, অভিনব প্রস্তাব ইরফান পাঠানের

আরও পড়ুনঃভারতীয় ক্রিকেট ড্রেসিংরুমে দাউদ, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেন কপিল

গত মরসুমেই শেষ হওয়ার আগেই ঠিক হয়ে গিয়েছিল এই মরসুমে জোট বাধতে চলেছে মোহন বাগান ও এটিকে। অবশেষে সরকারি ভাবেই ঘোষণা করা হয় দুই দলের সংযুক্তির কথা। দু দলের বোর্ড মিটিংয়ে ঠিক হয় নতুন দলের নাম হবে এটিকে মোহনবাগান। জার্সি রংও ঠিক হয়। প্রাধান্য দেওয়া হয় ঐতিহ্যের সবুজ মেরুণ দলকেই। এই ভিডিও শেয়ার করার কয়েক দিন আগেও আইএসএলের তরফ থেকে ১০টি দলের লোগো প্রকাশ করা হয়। তাতেও প্রথম দিকেই ছিল এটিকে মোহনবাগানের লোগ। তবে আইএসএলের শেয়ার করা রবিবারের ভিডিওটি বেশ মনে ধরেছে এটিকে-মোহনবাগান ভক্তদের।