সংক্ষিপ্ত

  • চ্যাম্পিয়ন্স লিগের শাস্তি কমানো হল নেইমারের
  • ১ ম্যাচ নির্বাসন কমানো হল পিএসজি স্ট্রাইকারের
  • সিএএসের নির্দেশ অনুযায়ী ২ ম্যাচ নির্বাসিত নেইমার

চ্যাম্পিয়ন্স লিগে পিএসিজ ফুটবলার নেইমনার জুনিয়রের শাস্তি কমালো সিএএস। চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি- ম্যাঞ্চেস্টার ম্যাচের পর ম্যাচের পর্যবেক্ষকদের  বিরুদ্ধে স্যোশাল মিডিয়ায় খারাপ মন্তব্য করেন নেইমার। সেখানে ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যও করেছিলেন তিনি। আর সেই কারণে ইউইএফএ-র তিন ম্যাচ নির্বাসিত করা হয়েছিল নেইমারকে। তবে সেই নির্বাসনের মেয়াদ এবার কমিয়ে দিল কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস। সিএএসের দ্বারা নেইমারের নির্বাসন ৩ ম্যাচ থেকে কমিয়ে করা হয়েছে ২ ম্যাচ। পিএসজির হয়ে কিছু ম্যাচে ভালো খেলায় তাঁর নির্বাসন কমাতে সিএএসের কাছে আবেদন করেছিল পিএসজি ক্লাব। সেই সুবাদে ব্রাজিলিও স্ট্রাইকারের শাস্তি কমিয়ে দিল সিএএস।

আরও পড়ুন, আজ রাতেই শুরু ইউরোপিয়ান ফুটবলের মহাযুদ্ধ, প্রথম দিনই মাঠে লিভারপুল, বার্সেলোনা, চেলসি


মার্চ মাসে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের পর এই ঘটনা ঘটিয়েছিলেন নেইমার। আর তার ঠিক পরেই তাঁকে তিন ম্যাচ নির্বাসিত করার কথা জানিয়ে দিয়েছিল সিএএস। এবার সেই নির্বাসন কমিয়ে দুই ম্যাচ করে দেওয়া হল নেইমারের। এর আগে ১৮ জুন নেইমারকে নিয়ে রায় ঘোষণা করেছিল সিএএস। সেখানে বলা হয়েছিল, 'নেইমারের এই ঘটনায় দোষি। তদন্তের পর নেইমার দোষি প্রমানিত হয়েছেন। তাই তাঁকে ইউইএফএ-র খেলার থেকে তিন ম্যাচ নির্বাসিত করা হল। এটা সিএএসের তরফ থেকে নেওয়া সিদ্ধান্ত।'

আরও পড়ুন, ইতিহাসের পুনরাবৃত্তির অপেক্ষায় কলকাতা ফুটবল লিগ


তবে ১৩ সেপ্টেম্বর ফের একবার শুনানি হয় এই মামলার। শাস্তি কমানোর দাবিতে এই শুনানিতে এক ম্যাচ নির্বাসন কমানো হয় নেইমারের। এই শুনানির পর সিএএসের তরফ থেকে জানানো হয়েছ, 'নেইমার দোষি প্রমানিত হয়েছে সেই নিয়ে কোনও রকম সন্দেহ নেই। তবে পিএসজি ক্লাবের পক্ষ থেকে ও নেইমারের পক্ষ থেকে শাস্তি কমানোর দাবি করা হয়েছিল। সেই কারণে সিএএস নেইমারের শাস্তি এক তিন ম্যাচ থেকে দুই ম্যাচ করার সিদ্ধান্ত নিয়েছে।'